৪৪তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫ হাজার ৭০৮ জন
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ জন। সরকারি চাকরিতে নিয়োগের এই পরীক্ষার ফলাফল বুধবার বিকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই ১৫ হাজার ৭০৮ জন জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পিএসসি জানিয়েছে, উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে। কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রকাশিত ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
এছাড়া এসএমএস করেও ফল পাওয়া যেতে পারে। টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 44 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
গত ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।