১০ ঘণ্টা পর চবির অবরোধ স্থগিত করল ছাত্রলীগ
১০ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে। আজ বুধবার ভোর ৪টা থেকে শুরু করে দুপুর ২টার পর পর্যন্ত চলে এই অবরোধ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিল শাখা ছাত্রলীগের একাংশ। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধও করেছিল। ক্লাস-পরীক্ষা তাই স্থগিত হয়ে গিয়েছিল।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী মোটরসাইকেলে করে ক্যাম্পাসে আসছিলেন। তিনি মদন ফকির মাজার গেট এলাকায় পৌঁছালে সেখানে স্থানীয় কয়েকজনের হামলার মুখে পড়েন। তাকে মারধর করা হয়। মোটরসাইকেল ভাঙচুর হয়।
এই ঘটনার পর ভিএক্স গ্রুপের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। সড়ক অবরোধ করে।
প্রদীপ চক্রবর্তীর অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী মো. হানিফ ও তার দলবল তার ওপর হামলা করেছিল।
হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, মৌখিক অভিযোগে ভিত্তি করে হানিফকে আটক করা হয়েছে।
হানিফকে পুলিশ আটক করার খবরে অবরোধ স্থগিত করে ছাত্রলীগ।