শিক্ষার্থীদের পাইপ দিয়ে পেটানোর পর অধ্যক্ষ আটক
নরসিংদির পলাশ উপজেলায় পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। একই ক্লাসের ১৬ শিক্ষার্থীকে পাইপ দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার কলেজটিতে একটি ক্লাস চলাকালে শিক্ষার্থীদের পেটান অধ্যক্ষ আমির হোসেন। এর পর শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে তা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাতেই অধ্যক্ষকে পুলিশ আটক করে।
ঘটনার সত্যতা পেয়ে তার আগে গতকাল বিকেলেই আমির হোসেনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার বলেছেন, অভিযুক্ত অধ্যক্ষ আমির হোসেন গাজীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।
পলাশ থানা সূত্র বলেছে, আমির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পিটুনির শিকার হওয়া একজন শিক্ষার্থী জানান, তারা দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। রোববার তাদের শেষ ক্লাসের শিক্ষক ক্লাস নেবেন না জেনে অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে যান। কিন্তু তারপর শিক্ষক আসেন। এবং যারা ছিলেন তাদের ক্লাস নেন।
পর দিন ক্লাস চলছিল। দুপুর ১২টার দিকে অধ্যক্ষ আমির হোসেন অ্যালুমিনিয়ামের তিনটি পাইপ হাতে ওই ক্লাসে ঢোকেন। কারা আগের দিন শেষ ক্লাস না করে চলে গিয়েছিলেন তা তিনি জানতে চান। ১৬ জন শিক্ষার্থী উঠে দাঁড়ালে তিনি পাইপ দিয়ে একে একে ওই শিক্ষার্থীদের পেটান।
এমন ঘটনার পর বিকেলে অধ্যক্ষের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
অধ্যক্ষ আমির হোসেন অবশ্য ঘটনাটিকে খুব বড় করে দেখতে নারাজ। তিনি বলেন, তিনি কেবল শিক্ষার্থীদের শাসন করতে চেয়েছিলেন। কিন্তু এই ঘটনাকে কেউ কেউ ইস্যু বানাচ্ছেন।