কোরআন তেলাওয়াত দিয়ে শুরু, ব্যতিক্রমী বিয়ের আয়োজন
যখন প্রচলিত রীতিতে বিয়ে মানেই নাচ-গান, বেহায়াপনা, অশ্লীলতা সেই সময় বাগেরহাটের মোংলায় ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়েছে। আজ রোববার উপজেলার চিলা ইউনিয়নের একটি বিয়েতে ৩০ জন মাদরাসাছাত্র দিয়ে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করা হয়। এতে প্রশংসায় ভাসছেন কনের বাবা।
স্থানীয়রা জানান, ঐ ইউনিয়নের সাইদ শেখের বড় মেয়ে সাদিয়া আক্তার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর ফরাজির ছেলে হাফেজ মো. মিরাজের বিয়ে ঠিক হয়। রোববার বিয়ের দিন গান-বাজনার পরিবর্তে মাদরাসার এতিম ৩০ জন ছাত্র দিয়ে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন কনের বাবা। এতে প্রশংসায় ভাসছেন তিনি।
স্থানীয় জয়মনি হাফেজিয়া মাদরাসার শিক্ষক নুরে আলম বলেন, বিয়ে একটি পবিত্র ও সামাজিক বন্ধন। প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণী সমাজ ও ধর্মীয় রীতিনীতিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পবিত্র বন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাধ্যমে দুজনের সংসার শুরু হয়।
অনলাইন নিউজ পোর্টাল