বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস কাউকে নির্বাচনে ‘আনতে চাই’ বলিনি: আওয়ামী লীগ প্রসঙ্গে ফখরুল ডেঙ্গু: একদিনে ভর্তি ১০৩৪ রোগী, মৃত্যু ৫ জনের আনিসুল হক ও দীপু মনিসহ সাবেক ৫ মন্ত্রী নতুন মামলায় গ্রেফতার প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জন্মদিনের প্রথম প্রহরে তারেক পেয়েছেন মায়ের ফোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ প্রধানসহ ৮ জন জাবির ছাত্রীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত ৪, ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা সরবরাহ-পর্যবেক্ষণ জোরদারের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে: উপদেষ্টা প্রতি ইসরায়েলি বন্দির মুক্তিতে পাঁচ মিলিয়ন ডলার দেবেন নেতানিয়াহ লেবাননে সংঘাতে ২শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ
নারায়ে তাকবীরেই বিএনপির অস্বস্তি এর পরও কি এই দলের প্রয়োজন থাকে?
নারায়ে তাকবীরেই বিএনপির অস্বস্তি এর পরও কি এই দলের প্রয়োজন থাকে?

একসময় আলকাউসারের পাতায় রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে মনের কিছু কথা বললেও পরে তা প্রায় ছেড়েই দেওয়া হয়েছে। একবার এক বুযুর্গ ব্যক্তিত্ব হারাম শরীফে বলেছিলেন, এগুলো নিয়ে আপনার না বললেও হয়। হয়তো তিনি নিরাপত্তার কোনো বিষয়ও ভেবেছিলেন। আমি বলেছি, হযরত আমার তো এসব বিষয়ে আগ্রহ নেই। শুধু দেশ ও জনস্বার্থে এসব কথা বলা হয় অথবা অন্যরা অনুরোধ করলে লিখি। আসলে প্রচলিত রাজনীতি সাধারণ বা ধর্মীয় কোনোটির প্রতিই ছাত্রকাল থেকেই আগ্রহ ছিল না। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি তো চোখের সামনে ছিলই। আর বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইসলামী রাজনীতির শুরুটাও আমাদের চোখের সামনে দিয়ে হয়েছে। তাই পর্যবেক্ষণে তো সবকিছুই থাকে। আজকে যে বিষয়ে দুয়েকটি কথা আরজ করতে চাই, তা মূলত রাজনৈতিক নয়। যদিও রাজনৈতিক দলকে কেন্দ্র করেই।

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, ০৮:১২

কারাদণ্ডিত ইমাম কী অপরাধ তাঁর?
কারাদণ্ডিত ইমাম কী অপরাধ তাঁর?

সুস্থ-সুন্দর সমাজের জন্য ঈমান ও আমলে সালেহের যেমন বিকল্প নেই তেমনি একে-অপরকে ন্যায়নিষ্ঠা, ধৈর্য্য ও সহনশীলতার প্রতি উৎসাহিত করারও কোনো বিকল্প নেই। কুরআন মাজীদে সূরাতুল আসর-এ খুবই তাকীদের সাথে এ বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মানুষকে যদি ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই তাকে ঈমান ও আমলে সালেহ অবলম্বন করতে হবে। বলার অপেক্ষা রাখে না যে, ‘আমলে সালেহ’ শব্দের সাথে যেমন ব্যক্তিগত পর্যায়ের কর্তব্য-পালন রয়েছে তেমনি আছে সামাজিক ও সামষ্টিক জীবনের দায়-দায়িত্ব পালনও। ইসলামের বিধানে বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধকে যেমন সমাজ-পরিচালকদের অন্যতম প্রধান কর্তব্য সাব্যস্ত করা হয়েছে তেমনি প্রত্যেক মুমিনকে স্ব স্ব গণ্ডিতে সামর্থ্য অনুসারে এ দায়িত্ব পালনের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৯