শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, বৈশাখ ১২ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করলো শিক্ষা মন্ত্রণালয় ঐকমত্য কমিশনের অপেক্ষায় নয়, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: সিইসি গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি ‘এতো মানুষ মারা গেল, রানাদের শাস্তি হলো না’ ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ উপায় মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা: প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা রোমে যাবেন ‘ইলেকশন সার্ভিস কমিশন’ গঠনে কাজ শুরু করেছে ইসি কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাতারকে আহ্বান: ড. মুহাম্মদ ইউনূস মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক সার্ক ভিসা স্কিমের অধীনেও ভারতে ভিসা পাবে না পাকিস্তানিরা, একাধিক সিদ্ধান্ত দিল্লির বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প

অর্থনীতি

শেয়ারবাজারে স্বস্তি, ঋণাত্মক ঋণে সঞ্চিতি সংরক্ষণের সময় বাড়ল

শেয়ারবাজারে স্বস্তি, ঋণাত্মক ঋণে সঞ্চিতি সংরক্ষণের সময় বাড়ল

 প্রকাশিত: ২২:৫৮, ২৪ এপ্রিল ২০২৫

শেয়ারবাজারে স্বস্তি, ঋণাত্মক ঋণে সঞ্চিতি সংরক্ষণের সময় বাড়ল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে ঋণাত্মক ঋণ হিসাবের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের সময় সীমা বাড়িয়েছে। আজ বৃহস্পতিবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শর্তসাপেক্ষে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো এই সঞ্চিতি সংরক্ষণে ছাড় পাবে।

বিএসইসি জানিয়েছে, এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঋণাত্মক ঋণ হিসাব বা অনিরূপিত লোকসানের বিপরীতে একটি গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করতে হবে এবং তা ৩০ জুনের মধ্যে কমিশনে জমা দিতে হবে। পরিকল্পনাটি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অনুমোদিত হতে হবে।

বিএসইসি বলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণাত্মক ঋণের ধরন ও মাত্রা ভিন্ন হওয়ায়, শর্তসাপেক্ষে এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা জমা দেবে, তারাই এ সুবিধা পাবে। এছাড়া ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এই সময় আরও বাড়তে পারে।

শেয়ারবাজারে ২০১০ সালের ধসের পর সৃষ্ট ঋণাত্মক ঋণ সমস্যার সমাধানে বারবার সময়সীমা বাড়ানো হলেও অনেক প্রতিষ্ঠান কার্যকর উদ্যোগ নেয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে শতভাগ সঞ্চিতি সংরক্ষণের বাধ্যবাধকতা কার্যকর হওয়ার কথা ছিল, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারত। এ পরিস্থিতিতে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) সময় বাড়ানোর আবেদন জানায়।

সম্প্রতি শীর্ষ ২০ ব্রোকারেজ হাউসের নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর বিএসইসি এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে ব্রোকার প্রতিনিধিরা ২০৩০ সাল পর্যন্ত ছাড় চেয়েছিলেন।