শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

অর্থনীতি

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামোয় বড় পরিবর্তন

 প্রকাশিত: ২৩:৩২, ১৭ এপ্রিল ২০২৫

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামোয় বড় পরিবর্তন

শান্তিতে নোবেলজয়ী ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে সম্মত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের অংশীদারিত্ব কমিয়ে উপকারভোগীদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যাদেশটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে জারি হলে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের অধীনে চলে যাবে।

অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংকের পরিশোধিত মূলধনে সরকারের অংশীদারিত্ব ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে এবং ৯০ শতাংশ মালিকানা থাকবে উপকারভোগীদের হাতে। এছাড়া চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সদস্যদের নির্বাচনে উপকারভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

নতুন আইনে চেয়ারম্যান নিয়োগে সরকারের কোনো ভূমিকা থাকবে না। পরিচালনা পর্ষদের ১২ সদস্যের মধ্যে ১১ জন হবেন গ্রাহকদের নির্বাচিত প্রতিনিধি। এই পর্ষদই চেয়ারম্যান মনোনয়ন এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের দায়িত্ব পালন করবে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ সম্মেলনে জানান, “গ্রামীণ ব্যাংক এখন শুধু ভূমিহীন নয়, বিত্তহীনদের জন্যও কাজ করবে।” ইউনিয়ন পরিষদের সীমানা ছাড়িয়ে এখন থেকে সিটি করপোরেশন ও পৌর এলাকাতেও গ্রামীণ ব্যাংক শাখা খুলতে পারবে।

এছাড়া, ব্যাংকের যেকোনো নীতিমালা বা সমস্যা সমাধানে সরকার নয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দীর্ঘ ২৮ বছর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পরিচালিত হয়। ২০০৬ সালে ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

বৈঠকে আরও তিনটি অধ্যাদেশের খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে:

  • সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫: আন্তর্জাতিক মান বজায় রেখে সরকারি ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করা।
  • ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫: ব্যাংক খাতে প্রভাবশালী গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণ ঠেকানো ও আমানতকারীদের স্বার্থ রক্ষা।
  • রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথকীকরণ অধ্যাদেশ: নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব আলাদা দুটি সংস্থার মাধ্যমে পরিচালনার উদ্যোগ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।