শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

অর্থনীতি

শিল্পে মিলবে গ্যাস সংযোগ

 প্রকাশিত: ০০:৩০, ১৭ এপ্রিল ২০২৫

শিল্পে মিলবে গ্যাস সংযোগ

নতুন সংযোগ পেতে উদ্যোক্তাদের দেন দরবারের মধ্যে শিল্পে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার; অগ্রাধিকার দেওয়া হবে রপ্তানিমুখী এবং রপ্তানি প্রক্রিয়াজাত এলাকার (ইপিজেড) কারখানাকে।

বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সিদ্ধান্ত পেট্রোবাংলাকে জানিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, নতুন সংযোগ পাওয়া শিল্প যাতে যথাযথভাবে গ্যাস পায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের মূল্য পুনঃনির্ধারণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রপ্তানিমুখী শিল্প ও ইপিজেড এলাকার শিল্পগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া হবে।

গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন থেকে শিল্পে নতুন সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যমান শিল্প কারখানাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ইতিবাচক এ সিদ্ধান্ত এল।

পেট্রোবাংলার অপারেশন বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন বিতরণ কোম্পানির কাছে অনেক পুরনো আবেদন রয়েছে। রপ্তানিমুখী শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টি অনেকদিন ধরে আলোচিত হচ্ছিল। এখন সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত এসেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত রোববার নতুন শিল্প ও শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের (ক্যাপটিভ) ক্ষেত্রে প্রতি ঘনফুট গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে (ক্যাপটিভ) ব্যবহৃত গ্যাসের দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪২ টাকা। আর নতুন শিল্প সংযোগে গ্যাসের দাম করা হয়েছে ৪০ টাকা, যেটা আগে ছিল ৩০ টাকা।

বিইআরসি বলছে, ১৩ এপ্রিলের পর অনুমোদন পাওয়া শিল্প প্রতিষ্ঠানকে বাড়তি দামে গ্যাস কিনতে হবে। অন্যদিকে প্রতিশ্রুত (যাদের চাহিদাপত্র ইস্যু হয়েছে) গ্রাহকরা পুরনো দামে পাবেন অনুমোদিত লোডের ৫০ শতাংশ; বাকিটা কিনতে হবে বাড়তি দামে।

নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।

নতুন সংযোগ পেতে উদ্যোক্তাদের দেন দরবারের মধ্যে শিল্পে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার; অগ্রাধিকার দেওয়া হবে রপ্তানিমুখী এবং রপ্তানি প্রক্রিয়াজাত এলাকার (ইপিজেড) কারখানাকে।

বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সিদ্ধান্ত পেট্রোবাংলাকে জানিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, নতুন সংযোগ পাওয়া শিল্প যাতে যথাযথভাবে গ্যাস পায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের মূল্য পুনঃনির্ধারণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রপ্তানিমুখী শিল্প ও ইপিজেড এলাকার শিল্পগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া হবে।

গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন থেকে শিল্পে নতুন সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যমান শিল্প কারখানাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ইতিবাচক এ সিদ্ধান্ত এল।

পেট্রোবাংলার অপারেশন বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন বিতরণ কোম্পানির কাছে অনেক পুরনো আবেদন রয়েছে। রপ্তানিমুখী শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টি অনেকদিন ধরে আলোচিত হচ্ছিল। এখন সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত এসেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত রোববার নতুন শিল্প ও শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের (ক্যাপটিভ) ক্ষেত্রে প্রতি ঘনফুট গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে (ক্যাপটিভ) ব্যবহৃত গ্যাসের দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪২ টাকা। আর নতুন শিল্প সংযোগে গ্যাসের দাম করা হয়েছে ৪০ টাকা, যেটা আগে ছিল ৩০ টাকা।

বিইআরসি বলছে, ১৩ এপ্রিলের পর অনুমোদন পাওয়া শিল্প প্রতিষ্ঠানকে বাড়তি দামে গ্যাস কিনতে হবে। অন্যদিকে প্রতিশ্রুত (যাদের চাহিদাপত্র ইস্যু হয়েছে) গ্রাহকরা পুরনো দামে পাবেন অনুমোদিত লোডের ৫০ শতাংশ; বাকিটা কিনতে হবে বাড়তি দামে।

নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।