শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, চৈত্র ২০ ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি

রুগ্ন বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের নতুন শুল্কের চাপ

 প্রকাশিত: ১০:৪১, ৩ এপ্রিল ২০২৫

রুগ্ন বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের নতুন শুল্কের চাপ

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন করে যে বাণিজ্য শুল্ক আরোপ করছেন তা কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যাহত করবে।

রয়টার্স লিখেছে, মহামারী পরবর্তী মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি, রেকর্ড ঋণের বোঝা এবং ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে সৃষ্ট অস্থিরতা থেকে সবেমাত্র অর্থনীতি পুনরুদ্ধার শুরু হয়েছিল। বুধবার প্রকাশিত শুল্ক হার সেই প্রক্রিয়ায় বাধ সাধবে। ট্রাম্প ও অন্যান্য দেশের নেতারা এখন কীভাবে অগ্রসর হন তার উপর নির্ভর করছে পরিস্থিতি কোথায় দাঁড়াবে।

নমুরা রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ তাকাহিদে কিউচি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র যে বৈশ্বিক মুক্ত বাণিজ্যে নেতৃত্ব দিয়ে আসছে তা ধ্বংসের ঝুঁকি তৈরি করেছে ট্রাম্পের শুল্ক।”

রয়টার্স লিখেছে, হাজার হাজার পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ফলে আগামী মাসগুলোতে যে সেসবের দাম বাড়বে এবং সে কারণে চাহিদা কমবে তা বলাই বাহুল্য।

ফ্রান্সের ইনসিড বিজনেস স্কুলের সামষ্টিক অর্থনীতিবিদ আন্তোনিও ফাতাস বলেন, “আমি এটিকে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতির খারাপের দিকে যাওয়া, আরও অনিশ্চয়তা এবং সম্ভবত এমন কিছুর দিকে ধাবিত হতে দেখছি- যাকে আমরা বৈশ্বিক মন্দা বলতে পারি।”

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের পরামর্শক হিসেবে কাজ করা ফাতাস বলেন, “আমরা এমন এক বিশ্বের দিকে যাচ্ছি যা সবার জন্যই খারাপ; কারণ এটি অপটু।”

বাংলাদেশ সময় বুধবার রাত ২টার পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন সম্পূরক শুল্কহার ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই দিনকে তিনি বর্ণনা করেন যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এই দিনের জন্য অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৭ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে।

বিবিসি লিখেছে, ট্রাম্প বিশ্বের শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, তাতে ভিত্তি শুল্ক ধরা হয়েছে ১০ শতাংশ। তার মানে সেই সব দেশকে অন্তত ১০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে। যেসব দেশকে কেবল ভিত্তি শুল্কের মুখোমুখি হতে হবে তার মধ্যে রয়েছে-যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, তুরস্ক, কলম্বিয়া, আর্জেন্টিনা, এল সালভাদর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

 

 

 

 

 

 

‘সবচেয়ে খারাপ অপরাধীদের’ জন্য সুনির্দিষ্ট শুল্ক

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, তারা প্রায় ৬০টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করবেন, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। তাদের চোখে এসব দেশ ‘সবচেয়ে খারাপ অপরাধী।’

এই সুনির্দিষ্ট শুল্কের মধ্যে রয়েছে-ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ, চীনের ওপর ৫৪ শতাংশ, ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ, থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ, জাপানের ওপর ২৪ শতাংশ, কম্বোডিয়ার ওপর ৪৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ এবং তাইওয়ানের ওপর ৩২ শতাংশ।

বিবিসি লিখেছে, এই নতুন শুল্ক ঘোষণায় কানাডা ও মেক্সিকোর নাম উল্লেখ করা হয়নি।

হোয়াইট হাউস বলছে, তারা আগের নির্বাহী আদেশে নির্ধারিত কাঠামো ব্যবহার করে তাদের সঙ্গে মোকাবিলা করবে।

সব বিদেশি গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই শুল্ক ৩ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর বলে ধরা হবে।