সরকারের নির্দেশনায় মধ্যপ্রাচ্যের এয়ার টিকেটের দাম নেমেছে অর্ধেকে

বাংলাদেশ সরকার কর্তৃক উড়োজাহাজের টিকেটের মূল্য নিয়ন্ত্রণে জারি করা ১০ দফা নির্দেশনা কার্যকর হওয়ার ফলে মধ্যপ্রাচ্যের রুটে টিকেটের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) জানিয়েছে, যে রুটগুলোতে একমুখী টিকেটের মূল্য ১ লাখ টাকা ছাড়িয়েছিল, এখন সেগুলো ৪৮ থেকে ৫০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। কিছু এয়ারলাইন্সের ক্ষেত্রে দাম আরও কমে ৩৫ হাজার টাকায় নেমেছে।
সরকারের নির্দেশনার ফলে টিকেট ‘ব্লক’ করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর যে প্রবণতা ছিল, তা বন্ধ হয়েছে। এয়ারলাইন্সগুলো ‘ওপেন’ টিকেট সিস্টেমে ফিরে আসায় সিট সহজলভ্য হয়েছে। ফলে যাত্রীরা অনলাইনে ফ্লাইটের সিটের প্রাপ্যতা ও মূল্য দেখে সহজেই টিকেট কিনতে পারছেন। এ ব্যবস্থায় প্রতিযোগিতা বাড়ায় এয়ারলাইন্সগুলো বাধ্য হয়ে টিকেটের মূল্য কমিয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় টিকেটের দাম স্বাভাবিক রাখতে ১০ দফা নির্দেশনা জারি করে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নির্দেশনা হলো, টিকেট বুকিংয়ের পর ৭২ ঘণ্টার মধ্যে বরাদ্দ না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল করা হবে। এছাড়া, গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে সাত দিনের মধ্যে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বরসহ বিক্রির তথ্য নিশ্চিত করতে হবে, অন্যথায় ৭২ ঘণ্টার মধ্যে সেই টিকেট বাতিল হয়ে যাবে। টিকেট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনার ফলে বাজারে কৃত্রিম সংকট কমে গেছে এবং এয়ারলাইন্সগুলো আগের মতো দাম বাড়িয়ে রাখার সুযোগ পাচ্ছে না।ই নির্দেশনার ফলে কৃত্রিম সংকট কমে গেছে এবং এয়ারলাইন্সগুলো আগের মতো দাম বাড়িয়ে রাখার সুযোগ পাচ্ছে না।
আটাব প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের গন্তব্যে বর্তমান টিকেটের মূল্য নিচে দেওয়া হলো:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স:
ঢাকা-দুবাই: ৩৪,৪৪৮ টাকা
ঢাকা-শারজাহ: ৩৪,৪৪৮ টাকা
ঢাকা-আবুধাবি: ৩৬,৮৮৮ টাকা
ঢাকা-মাসকাট: ৩৪,২৮১ টাকা
ঢাকা-দোহা: ৫৪,০৫২ টাকা
ঢাকা-কুয়েত: ৪৭,২৭৪ টাকা
ইউএস বাংলা এয়ারলাইন্স:
ঢাকা-দুবাই: ৩৩,৮৩৮ টাকা
ঢাকা-আবুধাবি: ৩৩,৮৩৮ টাকা
ঢাকা-মাসকাট: ৩৩,৬৭১ টাকা
সাউদিয়া এয়ারলাইন্স:
ঢাকা-জেদ্দা: ৫০,৪৩০ টাকা
ঢাকা-রিয়াদ: ৬৬,৪২০ টাকা
ঢাকা-মদিনা: ৪৬,৭৪০ টাকা
সালাম এয়ার:
ঢাকা-জেদ্দা: ৪১,১৬২ টাকা
ঢাকা-দাম্মাম: ৪২,১৪৬ টাকা
ঢাকা-রিয়াদ: ৫০,১৯৭ টাকা
ঢাকা-মদিনা: ৫৭,০৮৭ টাকা
আল জাজিরা এয়ারলাইন্স:
ঢাকা-দুবাই: ৩৯,৬৯৬ টাকা
ঢাকা-দাম্মাম: ৪৬,৬০০ টাকা
ঢাকা-রিয়াদ: ৫৭,৪৬৯ টাকা
এয়ার অ্যারাবিয়া:
ঢাকা-জেদ্দা: ৫৪,০৫৬ টাকা
ঢাকা-দাম্মাম: ৪৩,১৭৫ টাকা
ঢাকা-দুবাই: ৩৯,৩৫৯ টাকা
ঢাকা-শারজাহ: ৩০,৫৬২ টাকা
এমিরেটস এয়ারলাইন্স:
ঢাকা-জেদ্দা: ৬০,৩১৫ টাকা
ঢাকা-রিয়াদ: ৭৫,৩২১ টাকা
ঢাকা-মদিনা: ৬৩,৫৮৯ টাকা
সরকারের কঠোর নিয়ন্ত্রণের ফলে বাজারে টিকেটের কৃত্রিম সংকট দূর হয়েছে, প্রতিযোগিতা বেড়েছে, এবং মূল্য গ্রহণযোগ্য পর্যায়ে নেমে এসেছে। আটাব এ সফল উদ্যোগের জন্য বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে।