নতুন ও নবায়নযোগ্য কৃষি ঋণের জন্য সিআইবি রিপোর্ট যাচাই বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ২৩ মার্চ একটি নির্দেশনা জারি করেছে, যাতে বলা হয়েছে যে কৃষি ও পল্লি ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সব খাতে নতুন ঋণ মঞ্জুর বা বিদ্যমান ঋণ নবায়নের ক্ষেত্রে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট যাচাই করা বাধ্যতামূলক।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, সিআইবি রিপোর্ট যাচাই ছাড়া ঋণ প্রদান করা হলে একজন গ্রাহক একাধিক ব্যাংক থেকে সর্বোচ্চ ২.৫০ লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণ নিতে পারছেন, যা ঋণ প্রদানকারী ব্যাংকের পক্ষে জানা সম্ভব নয়। ফলে খেলাপি ঋণের ঝুঁকি বাড়ছে।
বর্তমানে ব্যাংকগুলো সহজেই বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে ঋণ আবেদনকারীর প্রতিবেদন সংগ্রহ করতে পারে। তাই সিআইবি রিপোর্ট যাচাই নিশ্চিত করে কৃষি ও পল্লি ঋণ প্রদান করতে হবে।
২০২৪-২৫ অর্থবছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালার অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।