বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ব্রেকিং

ভোটার তালিকা: রোহিঙ্গা ধরতে ফেলা হচ্ছে জাতিসংঘের জাল ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ হাই কোর্টে নির্বাচন সামনে রেখে পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের দেশে ও বিদেশে ৬৮ কোটি টাকার ‘অবৈধ সম্পদ’ আওয়ামী লীগের গোলাপের: দুদক গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানালেন জামায়াত আমির মুহাম্মদ ইউনূসসহ সাতজনের আপিলের রায় ঘোষণা ২৩ এপ্রিল অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা বাতিল, হাই কোর্টে বাবর খালাস সাত বছরের শিশুকে ধর্ষণ, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড ২১ অগাস্ট মামলা: সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত সরকারি হস্তক্ষেপে বিমানের টিকিটের দাম কমলো দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে খিলক্ষেতের শিশুর শরীরে ‘ধর্ষণের আলামত’, আটক কিশোর ‘শঙ্কামুক্ত নয় ইনু, মেনন,আনিসুল, দীপু মনি ও সাদেক খান রিমান্ডে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, আরও ২৭ ফিলিস্তিনি নিহত বরখাস্ত ২৫ হাজার কর্মীকে ‘আপাতত’ পুনর্বহাল করছে ট্রাম্প প্রশাসন ‘এ তো কেবল শুরু’ হামাসকে নেতানিয়াহুর হুঁশিয়ারি বোনের বিয়েতে আনন্দের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল শহীদ তন্ময়ের

অর্থনীতি

পরবর্তী বাজেট বাতিল করা রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব হবে না : অর্থ উপদেষ্টা

 প্রকাশিত: ২৩:০৯, ১৯ মার্চ ২০২৫

পরবর্তী বাজেট বাতিল করা রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব হবে না : অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট যুক্তিসঙ্গত ও বাস্তবমুখী হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত প্রাক-বাজেট সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. সালেহউদ্দিন বলেন, নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবসম্মত ও স্থানীয় চাহিদা-ভিত্তিক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেবে। অতীতের মতো বিলিয়ন ডলারের ‘স্মৃতিস্তম্ভ’ প্রকল্প গ্রহণ করা হবে না, কারণ এ ধরনের প্রকল্পগুলো জাতির জন্য ভালো ফলাফল আনতে ব্যর্থ হয়েছে।

গণমাধ্যমের পরামর্শের জবাবে তিনি জানান, শিল্প খাতকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর জোর দেবে। তিনি আরও বলেন, পরবর্তী বাজেট সম্পূর্ণরূপে পুরনো ধারার অনুসারী বা স্বাভাবিক কাঠামোর বাইরে হবে না। ‘আমরা সম্পদের ঘাটতি, ঋণ পরিশোধের দায় এবং ঋণ ব্যবস্থাপনা বিবেচনা করে বাজেট প্রণয়ন করছি।

ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন যে, যেকোনো রাজনৈতিক সরকার আসুক না কেন, পরবর্তী বাজেট বাতিল করা তাদের পক্ষে সম্ভব হবে না, কারণ এটি এভাবেই প্রণয়ন করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. সালেহউদ্দিন বলেন, তারা মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সংস্কারের চেয়ে স্বল্পমেয়াদী সংস্কারের উপর বেশি মনোযোগ দেবেন, তবে এতে কোনও কিছু ঝুলে থাকবে না।

অর্থ উপদেষ্টা আরও বলেন, প্রায় ৫-৬টি দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি টাস্কফোর্স এ বিষয়ে কাজ করছে।

তিনি নগদহীন সমাজ ও প্রত্যক্ষ উপস্থিতিবিহীন কর ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এই ধরনের কর ব্যবস্থার ফলে বিশ্বের বিভিন্ন দেশের করদাতাদের মতোই কর কর্মকর্তাদের কাছে যেতে হবে না।

অর্থ উপদেষ্টা আরও বলেন, শুধুমাত্র তৈরি পোশাক শিল্পে উন্নতি করলে হবে না, বরং তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপর জোর না দিলে দেশ সমৃদ্ধ হবে না।

অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের কথা স্বীকার করে বলেন, এটি বর্তমানে হ্রাস পাচ্ছে এবং জুনের মধ্যে ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি আরও বলেন, বিনিময় হার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং রপ্তানি আয় ও অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।

সভায় উপস্থিত সাংবাদিকরা সরকারকে ব্যক্তিগত আয়করের সর্বোচ্চ সীমা বৃদ্ধির পরামর্শ দেন। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফ্রিল্যান্সিং, দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ, কর কাঠামো সরলীকরণ, সামাজিক সুরক্ষা জাল সম্প্রসারণ, কৃষি খাতে ভর্তুকি বজায় রাখা এবং সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য পরামর্শ দেন।