দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা মোট ৯ দিন বন্ধ থাকবে।
এ সময়ে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম সম্পূর্ন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের সঙ্গে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। ৬ এপ্রিল রোববার থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
হিলিতে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।