বাংলাদেশের আরও তিনটি পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব প্লাটিনাম সনদ

পোশাক কারখানা
বাংলাদেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে, যা নিয়ে দেশের মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৪০টিতে। বিজিএমইএ জানিয়েছে, গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড প্লাটিনাম সনদ পেয়েছে, যা পরিবেশবান্ধব কারখানার সর্বোচ্চ স্বীকৃতি।
বাংলাদেশে বর্তমানে ৯৮টি কারখানা প্লাটিনাম, ১২৮টি গোল্ড, ১০টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড সনদ পেয়েছে। বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৬টি বাংলাদেশে অবস্থিত, যা দেশের তৈরি পোশাক শিল্পের পরিবেশবান্ধব নীতির প্রতিফলন।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে এসব সনদ দেওয়া হয়। ১০০ নম্বরের মধ্যে ৮০-এর বেশি নম্বর পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ নম্বর পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।
বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান পরিবেশবান্ধব সনদ প্রদান করলেও ইউএসজিবিসির ‘লিড’ (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) অন্যতম। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সনদ পেতে কারখানাগুলোকে বিভিন্ন পরিবেশগত মানদণ্ড অনুসরণ করতে হয়।