সোমবার ১৭ মার্চ ২০২৫, চৈত্র ৩ ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ব্রেকিং

জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১০৮টিতে একমত: এবি পার্টি ইসির কাছে এনআইডি রাখা প্রয়োজন: জাতীয় ঐকমত্য কমিশনে মতামত পাঠিয়েছে নির্বাচন কমিশন পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা দুই আন্দোলনে বিভাজন কেন, প্রশ্ন রিজভীর ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁওয়ে অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তা আটক ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল সাত বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই ‘ধর্ষণ’ শব্দে আপত্তি তোলার পর ‘দুঃখ প্রকাশ’ ডিএমপি কমিশনারের দাখিলের সূচিতেও এল পরিবর্তন স্কুলে স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা বকেয়া বেতন ‘পরিশোধের আশ্বাস’, রেলভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার শ্রমিকদের গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগে আরেক শিশু আটক পাকিস্তানে সামরিক বাহিনীর বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৫ এখনও রক্তমাখা টি-শার্টে ছেলেকে খুঁজে ফেরেন শহীদ রাজনের মা

অর্থনীতি

ই-রিটার্ন বাধ্যতামূলক করতে উদ্যোগী এনবিআর

 প্রকাশিত: ২২:৫৩, ১৬ মার্চ ২০২৫

ই-রিটার্ন বাধ্যতামূলক করতে উদ্যোগী এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী বছর থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ ঘোষণা দিয়েছেন।

রোববার (১৬ মার্চ ২০২৫) আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত ‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শীর্ষক কর্মশালায় এনবিআর চেয়ারম্যান বলেন, "ই-রিটার্নের ব্যবহার দিন দিন বাড়ছে। গত বছরের তুলনায় এটি পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে প্রায় ১৫ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। আগামী বছর থেকে শতভাগ ই-রিটার্ন বাধ্যতামূলক করতে চাই। তবে যাদের নির্দিষ্ট কারণে এটি সম্ভব হবে না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।"

তিনি আরও বলেন, " অনলাইন রিটার্নে সময় ও অর্থ বাঁচে। টেনশন একদমই নাই। কারণ ক্যালকুলেশন তো, কোনটা ট্যাক্স এবল, কোনটার কত কর হার কিছুই জানা দরকার নেই। আপনি তথ্যগুলো দেবেন, সিস্টেম ক্যালকুলেশন করে দেবে।"

এনবিআর চেয়ারম্যান জানান, "আগামী বছরের ১ জুলাই থেকে অনলাইন রিটার্ন দাখিল আরও সহজ করা হবে। করদাতাদের পূর্ববর্তী বছরের রিটার্ন তথ্য সংরক্ষণ করা হবে, যা দীর্ঘমেয়াদে আর্কাইভে থাকবে।"

তিনি আরও বলেন, "আমরা একটি অ্যাপ তৈরি করব। আগামী বছর থেকে করপোরেট রিটার্ণ অনলাইনে দিতে হবে।"

২০২৪-২৫ করবর্ষে ১৪ লাখ ৯৬ হাজার ৪৭৬ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। একই সময়ে ১৮ লাখ ৯০ হাজার ৩০৫ জন করদাতা অনলাইন রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

কর্মশালায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি সরকারি চাকরিজীবী, তফশিলি ব্যাংকের প্রতিনিধি, মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।