শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ফাল্গুন ৩০ ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: ১০% খেলাপি ঋণ থাকলে লভ্যাংশ নিষিদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও গণহত্যার কৌশল প্রয়োগ করছে ইসরায়েল: জাতিসংঘ প্রতিবেদন মার্কিন ইহুদিদের বিক্ষোভ: ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবি প্রশাসনের ঢিলেমিতে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে—রিজভী পরমাণু ইস্যুতে বেইজিংয়ে চীন, ইরান ও রাশিয়ার বৈঠক শুরু কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব গুতেরেস এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে নগদ ৩৭ লাখ টাকা জব্দ সংস্কার: ৩০ দলই ঐক্যমত্য কমিশনে মতামত দেয়নি জাতিসংঘ মহাসচিব ঢাকায় তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন: ১৫ জুলাই হামলা ছিল পরিকল্পিত, ঢাবির ১২২ জন শনাক্ত ২৮ মার্চ শি’র সঙ্গে বৈঠকে বসবেন ইউনূস: পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি আদায়ের নামে রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা: আইজিপি বাংলাদেশ সম্পর্কে ভারতের সাম্প্রতিক মন্তব্যকে ঢাকা অযৌক্তিক বলল ৩ মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে প্রায় ৫ হাজার মাগুরার শিশুটিকে ধর্ষণ-হত্যার বিচার আগামী ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে: আইজিপি চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস বাংলাদেশ ব্যাংক তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি মহাসচিবের ফল আমদানিতে উৎসে কর কমল মাগুরার সেই নির্যাতিত শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক অবশেষে মারাই গেল মাগুরার সেই শিশুটি যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়লো শনি গ্রহের নতুন ১২৮টি চাঁদ আবিষ্কার পাকিস্তানে ট্রেনে জিম্মি ঘটনা: ৩০ ঘণ্টা পর অবসান

অর্থনীতি

চালের দাম কেজিতে ৮-১০ টাকা বৃদ্ধি, ভোগান্তিতে ক্রেতারা

 প্রকাশিত: ১৫:৪৬, ১৪ মার্চ ২০২৫

চালের দাম কেজিতে ৮-১০ টাকা বৃদ্ধি, ভোগান্তিতে ক্রেতারা

চালের দাম বৃদ্ধি

পবিত্র রমজানে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিম্নমুখী থাকলেও চালের দাম বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, সরু মিনিকেট চালের দাম কেজিতে ৮০-৯০ টাকা, মাঝারি চাল ৭০-৭৬ টাকা, আর মোটা চাল ৫৮-৬২ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, গত ছয় মাসে তিন দফায় চালের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে সরু মিনিকেট চালের বস্তায় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভালো মানের চাল ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, জনপ্রিয় ব্র্যান্ডগুলোর দাম ৯০-৯২ টাকায় পৌঁছেছে। মোটা চালের ক্ষেত্রেও দাম কমেনি, ভালোমানের মোটা সেদ্ধ চাল ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। ক্রেতা হাফিজ উদ্দিন বলেন, "রমজানে সবকিছু স্বাভাবিক থাকলেও চালের দাম বেশি থাকায় স্বস্তি পাওয়া যাচ্ছে না।"

সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে। খোলা সয়াবিনের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কম। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত তেল পাওয়া গেলেও চাহিদার তুলনায় সরবরাহ কম রয়েছে।

সবজির বাজার তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। লেবু, শসা, বেগুনের মতো চাহিদাসম্পন্ন পণ্যের দাম কমেছে। বেগুন আগে ৮০-১০০ টাকা কেজি থাকলেও এখন ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর হালি ৪০ টাকা, শসা ৪০-৫০ টাকা কেজি।

অন্য সবজির বাজারও তুলনামূলক স্থিতিশীল। তবে উচ্ছে ও ঢেঁড়সের দাম এখনো কিছুটা বেশি, যথাক্রমে ৬০-৮০ এবং ৬০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

গত বছর ব্যাপক দাম বাড়লেও এবার দেশি পেঁয়াজ ৩৬-৪৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, যা গত বছর ১১০-১৩০ টাকার মধ্যে ছিল। একইভাবে আলুর দাম অর্ধেকে নেমে এসেছে, বর্তমানে ২০-২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

চিনি, খেজুর, ডালসহ অন্যান্য মুদিপণ্যের দাম তুলনামূলক কম রয়েছে। রোজার আগে বাজারে যে অস্থিরতা দেখা যেত, এবার তা হয়নি। মোটাদাগে, রমজানে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও চালের দাম ক্রেতাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।