বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: ১০% খেলাপি ঋণ থাকলে লভ্যাংশ নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালা চালু করেছে, যার ফলে যেসব ব্যাংকের খেলাপি ঋণ ১০% ছাড়িয়েছে, তারা ২০২৫ সালে লভ্যাংশ দিতে পারবে না। এই নীতির ফলে প্রায় ২৩টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে।
১৩ মার্চ জারি করা নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকগুলোকে এখন শুধুমাত্র বছরে অর্জিত মুনাফা থেকেই নগদ লভ্যাংশ দেওয়ার অনুমতি দেওয়া হবে। পূর্বের মুনাফা থেকে লভ্যাংশ দেওয়া যাবে না। ব্যাংকের তারল্য ঘাটতি থাকলে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলে বা কোনো জরিমানা অনাদায়ী থাকলে সেগুলোও লভ্যাংশ দিতে পারবে না।
লভ্যাংশের সর্বোচ্চ সীমা পরিশোধিত মূলধনের ৩০% নির্ধারণ করা হয়েছে। তবে, যেসব ব্যাংক ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ২.৫% ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ ন্যূনতম ১৫% মূলধন সংরক্ষণ করতে পারবে, তারা সর্বোচ্চ ৫০% লভ্যাংশ দিতে পারবে। মূলধন অনুপাতে ১২.৫% থেকে ১৫% এর মধ্যে থাকলে, সর্বোচ্চ ৪০% লভ্যাংশ দেওয়া যাবে।
২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ২০% ছাড়িয়েছে, যা ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতার জন্য হুমকি। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতিমালা ব্যাংকগুলোর আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আমানতের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।