কেন্দ্রীয় ব্যাংকে নতুন বিভাগ:অর্থপাচার প্রতিরোধে শক্তিশালী উদ্যোগ

অর্থপাচার ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নতুন চারটি বিভাগ চালু করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক সার্কুলারের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ব্যাংক পরিদর্শন ও পরিপালন সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য এই নতুন বিভাগগুলো চালু করা হয়েছে।
নতুন বিভাগসমূহ: ১. অর্থপাচার ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধ বিভাগ। ২. ব্যাংক পরিদর্শন বিভাগ-৯। ৩. পরিদর্শন পরিপালন বিভাগ। ৪. ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স এন্ড পলিসি ডিপার্টমেন্ট
মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এর অধীনে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করার জন্য এসব বিভাগ গঠন করা হয়েছে। বিশেষ করে, ইসলামী ব্যাংকিং সংক্রান্ত প্রবিধি ও নীতিমালা প্রণয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নের ক্ষেত্রেও নতুন বিভাগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কাজের পরিধি: প্রথমে, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। কিন্তু, সাম্প্রতিক সময়ে এই ইউনিটের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক পৃথক একটি বিভাগ চালু করেছে।
এর পাশাপাশি, আগে ব্যাংক পরিদর্শন বিভাগ-১ চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তত্ত্বাবধান করতো। এখন থেকে জনতা ও অগ্রণী ব্যাংক দেখভাল করবে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, এবং সোনালী ও রূপালী ব্যাংক পরিচালনা করবে ব্যাংক পরিদর্শন বিভাগ-১।
পরিদর্শন বিভাগের প্রতিবেদনগুলো পরিপালন করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য নতুন পরিদর্শন পরিপালন বিভাগ চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই নতুন উদ্যোগ অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করবে এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে