রোববার ০৯ মার্চ ২০২৫, ফাল্গুন ২৫ ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

ব্রেকিং

ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ মাগুরার সেই শিশুর সব ছবি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘সরকার তৎপর’ কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ চাঁদপুরে চুলার গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ শান্তিবাগে মুদি দোকানির দুই হাতের রগ কাটল দুর্বৃত্তরা মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত গাজায় ২০ লাখের বেশি মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই : আল জাজিরা ভিড়ে ঠাসা মেট্রোরেলে নারীদের ‘ভোগান্তি’, চান আরও আলাদা বগি বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থিদের লড়াইয়ে নিহত ‘হাজার ছাড়িয়েছে’

অর্থনীতি

বিজিএমইএ নির্বাচন ২৮ মে

 প্রকাশিত: ১৭:২৭, ৮ মার্চ ২০২৫

বিজিএমইএ নির্বাচন ২৮ মে

দেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের ৩৫টি পদে আগামী ২৮ মে ভোট হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, ভোটার নমিনেশন দাখিল করা যাবে ৬ এপ্রিল পর্যন্ত। ২৪ এপ্রিল পর্যন্ত চলবে পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল।

প্রত্যাহারের সুযোগ থাকবে ৬ মে পর্যন্ত। ভোট দিতে সদস্যদের বকেয়া চাঁদা ২৯ মার্চের মধ্যে পরিশোধ করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্বাচনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিজিএমইএ নির্বাচনী বোর্ড সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি অন্তরালে চলে যান। তিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার অনুপস্থিতিতে পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলামকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিন্তু ৫ অগাস্টের পর বিজিএমইএর পর্ষদ ভেঙে দেওয়ার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসায় সরকার। সেই দায়িত্ব পান ইপিবি ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।

প্রশাসক হিসেবে আনোয়ার হোসেনকে ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করা ও পোশাক খাত অস্থিতিশীল হয়ে উঠলে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হয়।

বিজিএমইএর সবশেষ নির্বাচন হয় গত ৯ মার্চ। ২০২৪-২০২৬ মেয়াদের ওই নির্বাচনের সব পদেই জয়ী হন ‘সম্মিলিত পরিষদ’ প্যানেলের প্রার্থীরা।

ঢাকা ও চট্টগ্রামে ৩৫টি পরিচালক পদে প্রার্থী ছিলেন ৭০ জন। তাদের মধ্যে ঢাকা থেকে নির্বাচিত হন ২৬ জন; চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত হন নয়জন।

১৫১০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন সেহা ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মান্নান কচি।