চার দিনের ব্যবধানে সোনার ভরিতে দাম বাড়লো সাড়ে তিন হাজার টাকা

সোনার মূল্যবৃদ্ধি
দেশের বাজারে চার দিনের ব্যবধানে সোনার দাম ভরিপ্রতি সাড়ে তিন হাজার টাকা বাড়ছে, যা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির ঘোষণায় জানানো হয়, নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকায় বিক্রি হবে।
এর আগে গত শুক্রবার সোনার দাম কমিয়ে ২২ ক্যারেট ভরিপ্রতি ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকায় আনা হয়েছিল। তবে চার দিনের ব্যবধানে আবারও মূল্যবৃদ্ধি হচ্ছে। গত ২০ ফেব্রুয়ারি সোনার দাম সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছিল।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনায় ৩,৫৫৭ টাকা, ২১ ক্যারেটে ৩,৩৯৪ টাকা, ১৮ ক্যারেটে ২,৯০৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২,৪৮৫ টাকা বাড়বে।