সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা
![সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা](https://www.onp24.com/media/imgAll/2023June/Bbank-2502101028.jpg)
বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) জন্য নতুন মুদ্রানীতি প্রকাশ করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করেন। এতে নীতি সুদহার ১০ শতাংশেই বহাল রাখা হয়েছে এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মুদ্রানীতির ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। তিনি জানান, মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৭.৫ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ১৮.১০ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নূরুন নাহার, জাকির হোসেন চৌধুরী, ড. কবির আহমেদ ও বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।