সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, মাঘ ১৪ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬

ব্রেকিং

জাফর ইকবালরা ইভিএমে কেন সায় দিয়েছিলেন, খতিয়ে দেখবে দুদক ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে, আশা ক্যাডম্যানে পুতুলের বিরুদ্ধে ব্যবস্থার চিঠি ‘এখনও পায়নি’ পররাষ্ট্র মন্ত্রণালয় খারাপ নির্বাচনের জন্য দেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে: ইসি সানাউল ৮১২ কোটি টাকা আত্মসাৎ: তারিক সিদ্দিকসহ ১৯ জনের নামে চার মামলা ৪৪তম বিসিএসের ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল সাত কলেজ সংকট: ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ১০ বিষয়ে একমত বিএনপি-ইসলামী আন্দোলন সুরের লকারে এক কেজি স্বর্ণ, দেড় লাখের বেশি ডলার টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২ মার্চ আনন্দ, উত্তেজনা নিয়ে গাজার উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা

অর্থনীতি

একটু ইতিবাচক দৃষ্টিতে দেখবেন, সাংবাদিকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা

 প্রকাশিত: ১৬:১৪, ২৬ জানুয়ারি ২০২৫

একটু ইতিবাচক দৃষ্টিতে দেখবেন, সাংবাদিকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা

সাংবাদিকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, একটু ইতিবাচক দৃষ্টিতে আমাদের দেখবেন। সবই খারাপ বাংলাদেশে, সবই ভালো, এই হচ্ছে না, ওই হচ্ছে না, পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আন্তর্জাতিক কাস্টম দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোনো দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না। চালের দাম অনেক বেড়ে গেছে... মনে হচ্ছে যেন চালের দাম এক হাজার টাকা হয়ে গেছে! তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি।

অর্থ উপদেষ্টা বলেন, সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো। ১০০ এর মধ্যে তুমি আজকে ৭০ পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে ১০০ এর মধ্যে কেন ৭০ পেলে, ১০০ পেলে না কেন? এরকম আচরণ করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। আমি অনেক গালমন্দ খাচ্ছি। ভ্যাট বাড়ালাম কেন। ভেতরের কাহিনি কী, সেটা আমরা সব সময় বলি না। অতএব, ভালো কাজে উৎসাহ দিতে হয়। খারাপ কাজের জন্য ভর্ৎসনা করেন, কিন্তু ভালো কাজের জন্য একটু হলেও উৎসাহ দেন। সমালোচনার দরকার আছে।

বিশেষ অতিথির বক্তব্যে অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বলেন, পৃথিবীজুড়ে কাস্টমসের অবদান কমে যাচ্ছে। এটা এখনকার একটি বাস্তবতা। এটা মেনে নিয়েই প্রযুক্তির সঠিক ব্যবহার বাড়িয়ে কাস্টমসের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

তিনি বলেন, রাজস্ব আদায় ও ব্যয় দুটিই গুরুত্বপূর্ণ। শুধু নির্বিচারে আদায়ই বড় কথা নয়, সঠিক ব্যবহারও নিশ্চিত করতে হবে।

এফবিসিসিআই-এর পরিচালক হাফিজুর রহমান বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কার্যকর করলে ১৪ থেকে ১৫ শতাংশ খরচ কমবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পর আমাদের বিশ্ববাজারে কোটা সুবিধা হারাব।  তখন বাঁচানো খরচের আয় দিয়ে ঘাটতি মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ীরা রাজস্ব দেওয়ার বড় অংশীজন। কোনো নীতি কার্যকর করতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলে তারা রাজস্ব দিতে কোনো অস্বস্তি বোধ করবে না।

সামনের বাজেটে ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দিয়ে হাফিজুর রহমান বলেন, এখন এফবিসিসিআই’র ব্যবসায়ী নেতারা নেই। তারপরও ব্যবসায়ীদের যেন পরামর্শ নেওয়া হয়। এর মাধ্যমে বাজেটে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়বে।