এবার সঞ্চয়পত্রের মুনাফার হার ‘বাজারভিত্তিক’ হল
পাঁচটি জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার প্রথমবারের মত বাজারে প্রচলিত সুদ হারের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনঃনির্ধারণ করল সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলেছে জানুয়ারী-জুন মেয়াদের জন্য নির্ধারিত এই মুনাফার হার ১ জানুয়ারি থকে কার্যকর ধরা হবে।
জাতীয় সঞ্চয় স্কিমের অধীন পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয়পত্রের মেয়াদী হিসাবের সুদের হার পুনঃনির্ধারণ করা হয়েছে।
এই পাঁচটি সঞ্চয় স্কিমের সুদের হার এছাড়া পাঁচ বছর ও দুই বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে বছরে দুইবার পুনঃনির্ধারণ করা হবে।
বিনিয়োগকারী যখন সঞ্চয় স্কিম শুরু করবেন, তখনকার মুনাফার হারই তার বিনিয়োগের পুরো মেয়াদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ ছয় মাস পর নতুন সঞ্চয়পত্র কিনতে গেলে মুনাফার নতুন হার প্রযোজ্য হবে, কিন্তু আগে কেনা সঞ্চয়পত্রের মেয়াদপূর্তি পর্যন্ত তিনি আগের হারে মুনাফা পাবেন।
তুলনামূলক বেশি সুবিধাবঞ্চিত শ্রেণিকে সমতা দেওয়ার লক্ষ্যে জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগকারীদের আগের তিনটি ধাপের পরিবর্তে নতুন দুটি ধাপে (সাড়ে ৭ লাখ টাকা ও এর নিচে এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ) ভাগ করা হয়েছে।
এছাড়া বিনিয়োগের মেয়াদ পূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে আগের নিয়মেই বছরভিত্তিক হারে মুনাফা মিলবে।
মুনাফার পুনঃনির্ধারিত হার
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আশা করছে, মুনাফার হার পুনঃনির্ধারণ সংক্রান্ত এ সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক বিনিয়োগকারীরা উপকৃত হবেন এবং জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে আগ্রহী হবেন।