বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি

ছয় মাসে এডিপির ১৮% বাস্তবায়ন

 আপডেট: ১২:১৮, ১৫ জানুয়ারি ২০২৫

ছয় মাসে এডিপির ১৮% বাস্তবায়ন

ক্ষমতার পালাবদলে মন্থর হয়ে পড়া দেশের উন্নয়ন কাজে গতি ফিরতে শুরু করলেও অন্তর্বর্তীকালীন সরকারের ধীরে চলো নীতিতে ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এক পঞ্চমাংশও বাস্তবায়িত হয়নি।

চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ১৭ দশমিক ৯৭ শতাংশ; যা আগের অর্থবছরের একই সময়ে ২২ দশমিক ৪৮ শতাংশ ছিল।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রকাশিত এডিপি বাস্তবায়নের পরিসংখ্যান বলছে, প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়নের এই হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।

প্রথম ছয় মাসের হিসাবে ২০২২-২৩ অর্থবছরে ২৩ দশমিক ৫৩ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ২৪ দশমিক ০৬ এবং ২০২০-২১ অর্থবছরে ২৩ দশমিক ৮৯ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।

চলতি অর্থবছরের শুরু থেকে আন্দোলন, পরে অগাস্টে ক্ষমতার পালাবদলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি প্রশাসনে রদবদলের ধাক্কায় সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রকাশিত এডিপি বাস্তবায়নের সবশেষ পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে অর্থ ব্যয় হয়েছে ৫০ হাজার ২ কোটি টাকা; যা গত অর্থবছরের একই সময়ে ৬১ হাজার ৭৩৯ কোটি টাকা ছিল।

তবে অর্থবছরের মাঝপথে এসে এডিপি বাস্তবায়নের গতি কিছুটা বেড়েছে। ডিসেম্বরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে ১৫ হাজার ৭৮৭ কোটি ৭৯ লাখ টাকা, বা মোট এডিপির ৫ দশমিক ৬৭ শতাংশ।

গত অর্থবছরের ডিসেম্বরে এ হার ছিল ৫ দশমিক ৪২ শতাংশ এবং খরচ হয়েছিল ১৪ হাজার ৮৮২ কোটি ৩১ লাখ টাকা।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চলতি অর্থবছরে এডিপিতে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রেখে বাজেট পাস করেছিল।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে জোর দেয়। আগের সরকারের নেওয়া অনেক প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়া হয়।

ফলে চলমান অনেক প্রকল্পের কাজও স্থবির হয়ে যায়। এসব মিলিয়ে এডিপির বরাদ্দ করা অর্থ ব্যয় কমে যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য।

সাধারণত অর্থবছরের প্রথমদিকে এডিপির ব্যয়ের পরিমাণ কম থাকে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এবার আরও কমে গেছে।

অর্থবছরের মাঝপথে এসে সবশেষ একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের কথায় প্রকল্প বাস্তবায়ন বাড়ানোর ইঙ্গিত মিলেছিল।

তিনি বলেছিলেন, “বেশ কিছু প্রকল্প এখন আসছে, যেগুলো নতুন প্রকল্প। আগেরগুলো অনেক যাচাই-বাচাই করতে হচ্ছিল, ফেরত পাঠাতে হচ্ছিল, আবার সংশোধন করতে হচ্ছিল। এই প্রথম আমাদের নিজেদের নতুন প্রকল্পগুলো আসা শুরু করেছে, বিশেষ করে স্থানীয় পর্যায়ের। এই একনেকের মিটিংয়ে অনেক দ্রুত এবং বেশি প্রকল্প অনুমোদন করা হয়েছে।”