মঙ্গলবার ০৭ জানুয়ারি ২০২৫, পৌষ ২৪ ১৪৩১, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি

সফটওয়্যারে জটিলতা: ডিএসইতে লেনদেন বন্ধ

 প্রকাশিত: ১০:৫৬, ৫ জানুয়ারি ২০২৫

সফটওয়্যারে জটিলতা: ডিএসইতে লেনদেন বন্ধ

শেয়ার কেনাবেচায় ব্যবহৃত সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সপ্তাহের প্রথম দিন যথাসময়ে লেনদেন শুরু করতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই।

বেলা ১০টার পরও ‘ফ্লেক্সট্রেড’ সফটওয়্যারের সমস্যা সমাধান করতে না পারায় ডিএসই কর্তৃপক্ষ রোববারের লেনদেন স্থগিত (ট্রেড সাসপেন্ড) করেছে।

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আইটি টিম কাজ করছে কারিগরি ত্রুটির সমাধান করার জন্য।”

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সিঙ্গাপুরভিত্তিক কোম্পানির দেওয়া ‘ফ্লেক্সট্রেড’ সফটওয়্যারের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে।