শনিবার ০৪ জানুয়ারি ২০২৫, পৌষ ২১ ১৪৩১, ০৪ রজব ১৪৪৬

অর্থনীতি

প্রতিদিন ডলারের ‘রেফারেন্স রেট’ ঠিক করে দেবে কেন্দ্রীয় ব্যাংক

 প্রকাশিত: ১১:২৬, ১ জানুয়ারি ২০২৫

প্রতিদিন ডলারের ‘রেফারেন্স রেট’ ঠিক করে দেবে কেন্দ্রীয় ব্যাংক

ডলার কেনাবেচার পদ্ধতিতে আবার বদল এনে এবার প্রতিদিন প্রধান এ বিদেশি মুদ্রার বেচাকেনায় ‘রেফারেন্স বেঞ্চমার্ক এক্সচেঞ্জ রেট’ বা ভিত্তিমূল্য নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রা নীতি বিভাগের এক সার্কুলারে বলা হয়, এই ভিত্তিমূল্যের ভেতরে থেকে বিদেশি মুদ্রা লেনদেনের অনুমোদিত কোম্পানিগুলো তাদের গ্রাহক ও ডিলারদের সঙ্গে নিজেরা আলোচনা করে নির্ধারণ করা দরে ডলারসহ বিদেশি মুদ্রা কেনাবেচা করতে পারবে।

আগামী ৫ জানুয়ারি থেকে ১ লাখ বা এর চেয়ে বেশি ডলার বা সমমূল্যের বিদেশি মুদ্রা লেনদেনের তথ্য দিনে দুবার কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

“সকাল ১১টা পর্যন্ত লেনদেনের তথ্য জানাতে হবে সকাল সাড়ে ১১টার মধ্যে। আর সকাল ১১টা থেকে বিকাল ৫টার পর্যন্ত লেনদেনের তথ্য জানাতে হবে বিকাল সাড়ে ৫টার মধ্যে।”

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ছকে লেনদেনের এ তথ্য জানাতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশি মুদ্রার কেনাবেচার তথ্যের ভিত্তিতে আগামী ১২ জানুয়ারি থেকে প্রতিদিনের ভিত্তিমূল্য বা রেফারেন্স রেট প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হবে।

ব্যাংকগুলো ডলার কেনাবেচার ক্ষেত্রে এ বিনিময় হার বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে দর ঠিক করতে পারবে।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংক নতুন বিদেশি মুদ্রার লেনদেনে হস্তক্ষেপবিষয়ক নীতিমালা ঘোষণা করেছে, যাতে বিদ্যমান বিনিময় হার কার্যকরিতা সহজ হয়। মুদ্রাবাজার পুরোপুরি বাজারভিত্তিক করার আগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি বছরের মধ্যে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

চলতি বছর মে মাসে ডলারের বিনিময় পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালু করে বাংলাদেশ ব্যাংক। তাতে ডলারের দর এক লাফে ৭ টাকা বেড়েছে ১১৭ টাকা হয়। এরপর বাংলাদেশ ব্যাংক অনানুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১২০ টাকা রাখার নির্দেশনা দেয়।

চলতি মাসের শুরুর দিকে ডলারের দাম বাড়তে থাকে। এতে রেমিটেন্সের ডলারের দর ১২৮ টাকায় উঠে যায়। এ অবস্থায় ১৩টি ব্যাংকের বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো থেকে উচ্চ দামে ডলার কেনার ব্যাখ্যাও চায় বাংলাদেশ ব্যাংক।

পরে এসব ব্যাংকের ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠক করে রেমিটেন্সে ১২৩ টাকার ওপর না দিতে নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ডলার দরে অস্থিরতার বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের লিখিত এক ব্যাখ্যায় কিছু ব্যাংককে দায়ি করার কথা বলা হয়। তবে ব্যাংকগুলোর নাম বলা হয়নি। এসব ব্যাংককে ১২৩ টাকার উপরে রেমিটেন্স সংগ্রহ না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।