ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভের রেকর্ড
গত ২০১৯-২০ অর্থবছরের ১০ জুন পর্যন্ত এক হাজার ৭০৬ কোটি ৪০ লাখ ডলার (১৭.০৪ বিলিয়ন) রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এটি ২০১৮-১৯ অর্থবছরের পুরো সময়ের (জুলাই-জুন) চেয়েও ৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩৪ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
২০১৯-২০ অর্থবছরের শেষ মাস জুনের প্রথম ১০ দিন (১ জুন থেকে ১০ জুন) ৭২ কোটি ডলার রেমিটেন্স আসে। সব মিলিয়ে প্রবাসীরা এই অর্থবছরের ১১ মাস ১০ দিনে (২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ১০ জুন) ১৭ দশমিক ৬৪ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এর আগে কখনোই কোনো অর্থবছরের পুরো সময়েও এই পরিমাণ রেমিটেন্স আসেনি।
সর্বশেষ মে মাসে রেমিটেন্স এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ (১.৫) বিলিয়ন ডলার। এতে ১১ মাসে রেমিটেন্সের পরিমাণ গত পুরো অর্থবছরের প্রায় সমান হয়েছিল। এবার তা গত অর্থবছরকে ছাড়িয়ে গেল। এদিকে ২০১৮-১৯ অর্থবছরে রেমিটেন্স এসেছিল ১৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।
অনলাইন নিউজ পোর্টাল