বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস কাউকে নির্বাচনে ‘আনতে চাই’ বলিনি: আওয়ামী লীগ প্রসঙ্গে ফখরুল ডেঙ্গু: একদিনে ভর্তি ১০৩৪ রোগী, মৃত্যু ৫ জনের আনিসুল হক ও দীপু মনিসহ সাবেক ৫ মন্ত্রী নতুন মামলায় গ্রেফতার প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জন্মদিনের প্রথম প্রহরে তারেক পেয়েছেন মায়ের ফোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ প্রধানসহ ৮ জন জাবির ছাত্রীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত ৪, ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা সরবরাহ-পর্যবেক্ষণ জোরদারের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে: উপদেষ্টা প্রতি ইসরায়েলি বন্দির মুক্তিতে পাঁচ মিলিয়ন ডলার দেবেন নেতানিয়াহ লেবাননে সংঘাতে ২শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ

অর্থনীতি

সরবরাহ-পর্যবেক্ষণ জোরদারের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে: উপদেষ্টা

 প্রকাশিত: ১১:২৪, ২০ নভেম্বর ২০২৪

সরবরাহ-পর্যবেক্ষণ জোরদারের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে: উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, পণ্য সরবরাহ ও পর্যবেক্ষণের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে। এ জন্য চাল, ভোজ্যতেল, পেঁয়াজ, ডিমের আমদানি শুল্ক কমানো হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন।

বাণিজ্য উপদেষ্টা  বলেন, বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিবন্ধকতা নেই। চাল, ডাল, পেঁয়াজ ও ডিমের মতো নিত্যপণ্য আমদানি হচ্ছে। বাণিজ্য উদারীকরণের মাধ্যমে ভারতসহ সবার সঙ্গে সম্পর্ক থাকবে ।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ভর্তুকি মূল্যে এসব পণ্য পৌঁছে দিতে সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি যায়। ভর্তুকি বাড়ানোর পাশাপাশি, কম দামে পণ্য সংগ্রহের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে কীভাবে কম দামে পণ্য পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে কাজ করা হচ্ছে।

আলুসহ সব ধরনের পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে যুক্তভাবে কাজ করার প্রতি জোর দেন উপদেষ্টা।

তিনি বলেন, আলুর দাম বেড়েছে। আলুর মূল্যবৃদ্ধি রোধে বাজার কাঠামোতে কোল্ডস্টোরেজসহ স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী পর্যায়ে যেখানে দাম বাড়ে সেসব জায়গাগুলোতে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হচ্ছে। পাশাপাশি উৎপাদন ও  সরবারহে জোর দেন বাণিজ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন,  রাজধানী ঢাকাতে ৫০টি স্থানে ডাল ভোজ্য তেলের পাশাপাশি  আলু বিক্রি করা শুরু  হলো।  আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত  এ কার্যক্রম চলবে।  এরপর নতুন আলু বাজারে আসার পর আলু সহ পণ্যের দাম কমা পর্যন্ত ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি কার্যক্রম চালু থাকবে।

বাজারে নিত্যপণ্যের সরবরাহ বৃদ্ধি করতে টিসিবির পাশাপাশি বেসরকারি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান চালডাল ডট কমের সরবরাহ বাড়ানোর হচ্ছে বলে জানান বাণিজ্য মোহা. সেলিম উদ্দিন।

বাণিজ্য উপদেষ্টা  চল্লিশ টাকা কেজি ধরে  আলু বিক্রি করার মাধ্যমে ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকার সঙ্গে ৪০ টাকা দরে প্রতি কেজি আলু বিক্রি উদ্বোধন করেন।