ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে ডিবি
দেশে আন্তর্জাতিক মূদ্রা ডলারের বাজারে চলছে অস্থিরতা। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েই চলেছে। এই অবস্থায় কেউ অবৈধভাবে ডলার মজুদ করে করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন-অর-রশিদ।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান এ কথা জানান।
হারুন-অর-রশিদ বলেন, ডলারের মূল্য বৃদ্ধির এই সময়ে কেউ যদি অবৈধভাবে ডলার মজুদ করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, ‘‘আমরা যদি তথ্য পাই, কেউ ডলার মজুত করছেন, কারও কাছে অবৈধ ডলার তৈরির মেশিন বা সরঞ্জামাদি আছে, তাহলে অবশ্যই আমরা তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।’’
তিনি জানান, অবৈধ ডলার মজুতকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।