সরকারের নির্দেশনায় মধ্যপ্রাচ্যের এয়ার টিকেটের দাম নেমেছে অর্ধেকে
বাংলাদেশ সরকার কর্তৃক উড়োজাহাজের টিকেটের মূল্য নিয়ন্ত্রণে জারি করা ১০ দফা নির্দেশনা কার্যকর হওয়ার ফলে মধ্যপ্রাচ্যের রুটে টিকেটের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) জানিয়েছে, যে রুটগুলোতে একমুখী টিকেটের মূল্য ১ লাখ টাকা ছাড়িয়েছিল, এখন সেগুলো ৪৮ থেকে ৫০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। কিছু এয়ারলাইন্সের ক্ষেত্রে দাম আরও কমে ৩৫ হাজার টাকায় নেমেছে।
রোববার, ২৩ মার্চ ২০২৫, ১৫:৫০