আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা

নারায়ণগঞ্জে একটি হত্যা মামলার শুনানি শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালত চত্বর থেকে বের করার সময় কয়েকজন ব্যক্তি ও আইনজীবী চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে রিমান্ড শুনানি শেষে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা না দিয়ে আনিসুল হককে নিয়ে দৌড়ে দ্রুত প্রিজনভ্যানে তুলে দেয়।
ঘটনার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হাফেজ সোলায়মান হত্যা মামলায় সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন করে, তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানি শেষে আদালতপাড়ায় আনিসুল হককে চড়-থাপ্পড় মারেন কয়েকজন ব্যক্তি ও আইনজীবী। এ সময় তার ফাঁসির দাবিতে মিছিল করেন আইনজীবীরা।
তবে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দাবি করেছেন, আনিসুল হককে মারধরের কোনো ঘটনা ঘটেনি, বরং কিছু আইনজীবী হট্টগোল করেছিলেন।
মামলার পটভূমিতে জানা যায়, নিহত সোলায়মান মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা এবং নারায়ণগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। গত বছরের ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এরপর ২২ আগস্ট তার ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।