সোমবার ২৮ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৫ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস সিপিসির মে’র শুরুতেই শেখ হাসিনার বিচার: প্রধান উপদেষ্টা ‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতেই সংলাপ: আলী রীয়াজ সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আজ জাতীয় আইনগত সহায়তা দিবস চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে সাশ্রয় ৪২০০ কোটি টাকা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকায় আসছেন ১০০ ব্যবসায়ী সংস্কার প্রশ্নে জাতীয় স্বার্থকে প্রাধান্যের দাবি নুরের বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে: নিয়াজ খান সুনামগঞ্জ হাওরে বজ্রপাতে কলেজছাত্র নিহত গাজীপুরে গ্যাসের আগুন: দগ্ধ একজনের মৃত্যু দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ বালুচর স্যান্ডি কে ‘দখলে নিল’ বেইজিং কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি ইরানি বন্দরে বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০

জাতীয়

গাজীপুরে গ্যাসের আগুন: দগ্ধ একজনের মৃত্যু

 প্রকাশিত: ১২:৫৩, ২৮ এপ্রিল ২০২৫

গাজীপুরে গ্যাসের আগুন: দগ্ধ একজনের মৃত্যু

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সীমা নামের একজনের মৃত্যু হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, রোববার রাতে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় ওই দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে পাঁচজনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে একজন সকালে মারা গেছেন।

৩০ বছর বয়সী সীমার শরীরের ৯০ শতাংশ পুড়েছিল বলে জানিয়েছেন তিনি।

দগ্ধ অন্যরা হলেন- পারভীন (৩৫), তাসলিমা (৩০), তানজিলা (১০) ও আইয়ান (দেড় বছর)।

শাওন বিন রহমান বলেন, আহতদের মধ্যে পারভীনের শরীরের ৩২ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ এবং আইয়ানের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে।

"তাদের পোড়ার মাত্রা অনেক বেশি। অবস্থা ভালো নয়, আশঙ্কাজনক।"

পারভীনের স্বামী মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাসায় তারা ভাড়া থাকেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন, খবর পেয়ে বাসায় যান।

"যতটুকু জানতে পারছি, সিলিন্ডার থেকে ঘরের মধ্যে গ্যাস জমে ছিল। চুলে জ্বালাইতে গেলে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায়। পরে বাড়িতে থাকা অন্যরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এদের মধ্যে পারভীন আমার স্ত্রী, আয়ান আমার ছেলে। বাকিরাও ওই বাসার ভাড়াটিয়া।”