সোমবার ২৮ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৫ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস সিপিসির মে’র শুরুতেই শেখ হাসিনার বিচার: প্রধান উপদেষ্টা ‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতেই সংলাপ: আলী রীয়াজ সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আজ জাতীয় আইনগত সহায়তা দিবস চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে সাশ্রয় ৪২০০ কোটি টাকা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকায় আসছেন ১০০ ব্যবসায়ী সংস্কার প্রশ্নে জাতীয় স্বার্থকে প্রাধান্যের দাবি নুরের বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে: নিয়াজ খান সুনামগঞ্জ হাওরে বজ্রপাতে কলেজছাত্র নিহত গাজীপুরে গ্যাসের আগুন: দগ্ধ একজনের মৃত্যু দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ বালুচর স্যান্ডি কে ‘দখলে নিল’ বেইজিং কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি ইরানি বন্দরে বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০

জাতীয়

‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতেই সংলাপ: আলী রীয়াজ

 প্রকাশিত: ১২:৪৮, ২৮ এপ্রিল ২০২৫

‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতেই সংলাপ: আলী রীয়াজ

‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

তিনি বলেছেন, “গত ৫৩ বছর মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করছে, সেই আকাঙ্ক্ষাকে যাতে বাস্তবায়ন করা যায়, পথ উন্মুক্ত করা যায়- যেন সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি; তারাই অংশ হিসেবে এ আলোচনা।”

সোমবার জাতীয় সংসদের এলডি হলে গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন।

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে চর্চা ও ঐক্যে এবং সকলেই সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরি করতে।

“ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা- যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে; বাংলাদেশ যাতে সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে।”

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, “শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন, মতামত ও সুপারিশ যথেষ্ট নয়। সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব।

“কেবল কাজে কী লিখছি- তা নয়; চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদেরকে এ কাজে অগ্রসর হতে হবে। আমরা সেই প্রচেষ্টায় আছি।”

আলী রীয়াজ বলেন, “বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, সকলেই মিলে সে সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে। সেই পথ ও প্রচেষ্টায় সকলেই একত্রিত আছি, থাকব। একত্রিত থাকার তাগিদ জারি রাখব।”

রাষ্ট্র সংস্কারের বিষয়ে পাঁচটি কমিশনের সুপারিশ স্প্রেডশিট আকারে ৩৯টি দলের কাছে পাঠিয়ে মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ৩৫টি দল মতামত জমা দিয়েছে। তাদের মধ্যে ১৯টি দলের সঙ্গে ইতোমধ্যে সংলাপ হয়েছে। বিংশততম দল হিসেবে এখন গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপ করছে কমিশন।

গণঅধিকার পরিষদের বর্তমান নেতাদের নেতৃত্বে ২০১৮ সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই ভূমিকার কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, “তাদের অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নতুন পর্যায় সূচনা হয়েছিল। যারা ধারাবাহিকতায় ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী পর্যায়ে একটি অভূতপূর্ব ও অভাবনীয় গণঅভ্যুত্থান।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত রয়েছেন- কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।

বৈঠকে গণঅধিকার পরিষদের ৯ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, জ্যেষ্ঠ সহ সভাপতি ফারুক হাসান।