সোমবার ২৮ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৫ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমির খসরু এপ্রিলের ২৬ দিনে প্রবাসী আয় ২২৭ কোটি ডলার দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর পেছনে দুদক মামলার ‘হয়রানি’: বিএনপিকর্মীদের জন্য ক্ষতিপূরণ চান আমীর খসরু বটগাছ প্রতীক চায় খেলাফত আন্দোলনের জাফর গ্রুপ আইন উপদেষ্টার বাসায় পড়ে থাকা ড্রোনে ধ্বংসাত্মক ডিভাইস পাওয়া যায়নি রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার আগামী নির্বাচনে অনেক সারপ্রাইজ দেখতে পাব: সামান্তা শারমিন কবি দাউদ হায়দারের নির্বাসিত জীবনের চিরমুক্তি পটুয়াখালীতে ধর্ষণের শিকার সেই শহীদকন্যার আত্মহত্যা ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে যুবক খুন দুই পুত্রবধূসহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস প্রতিরক্ষা অভিযানের খবর সরাসরি প্রচারে নিষেধাজ্ঞা ভারতের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

জাতীয়

ভোলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:২১, ২৭ এপ্রিল ২০২৫

ভোলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

ভোলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, চরফ্যাশনে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতি

ভোলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। চরফ্যাশনে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয় বাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ করা হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩-৪ জন লোক আহত হন।

এদিকে সন্ধ্যা থেকে ভোলা-চরফ্যাশন রুটের অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। অন্যদিকে বাস শ্রমিকরা ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেছেন। তবে বাসস্ট্যান্ডে পুলিশ ও র‌্যাব সদস্যরা মোতায়েন রয়েছে।

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান জানান, বিকেলে চরফ্যাশন উপজেলা থেকে অনন্যা পরিবহনের একটি বাস ভোলার উদ্দেশ্যে রওনা হয়। চরফ্যাশন বাজারে এসে যাত্রী ওঠানোর সময় অটোরিকশা শ্রমিকরা বাসের ড্রাইভার ও টিকিট মাস্টারের ওপর হামলা চালান। এ ঘটনার বিচার ও অটোরিকশা চলাচল আঞ্চলিক সড়কে বন্ধ না হওয়া পর্যন্ত তারা বাস চালাবেন না।

এদিকে ভোলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন জানান, চরফ্যাশনে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তাদের শ্রমিক আহত হয়েছেন। তবে তারা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করেননি।