সোমবার ২৮ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৫ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমির খসরু এপ্রিলের ২৬ দিনে প্রবাসী আয় ২২৭ কোটি ডলার দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর পেছনে দুদক মামলার ‘হয়রানি’: বিএনপিকর্মীদের জন্য ক্ষতিপূরণ চান আমীর খসরু বটগাছ প্রতীক চায় খেলাফত আন্দোলনের জাফর গ্রুপ আইন উপদেষ্টার বাসায় পড়ে থাকা ড্রোনে ধ্বংসাত্মক ডিভাইস পাওয়া যায়নি রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার আগামী নির্বাচনে অনেক সারপ্রাইজ দেখতে পাব: সামান্তা শারমিন কবি দাউদ হায়দারের নির্বাসিত জীবনের চিরমুক্তি পটুয়াখালীতে ধর্ষণের শিকার সেই শহীদকন্যার আত্মহত্যা ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে যুবক খুন দুই পুত্রবধূসহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস প্রতিরক্ষা অভিযানের খবর সরাসরি প্রচারে নিষেধাজ্ঞা ভারতের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

জাতীয়

ভারতে আটকরা বাংলাদেশি কি না, প্রমাণসাপেক্ষ বিষয়

 আপডেট: ১৮:১২, ২৭ এপ্রিল ২০২৫

ভারতে আটকরা বাংলাদেশি কি না, প্রমাণসাপেক্ষ বিষয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতে আটক বাংলা ভাষাভাষীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে বাংলাদেশি কেউ আটক হলে অবশ্যই আমরা ফেরত নেব। কিন্তু বাংলাদেশের লোক কি না, এটা প্রমাণসাপেক্ষ বিষয়।

কেননা ভারতেও কিছু বাংলাভাষী আছে, যারা দেখতে বাংলাদেশিদের মতো।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

ভারতে আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পত্র-পত্রিকায় আমরা যা দেখছি, এর বাইরে আনুষ্ঠানিক যোগাযোগ আমাদের দেওয়া হয়নি। আপনারা জানেন, আনুষ্ঠানিক যোগাযোগ হলে আমাদের বুঝতে হবে, আসলে তারা আমাদের লোক কি না। আমরা যদি দেখি তারা বাংলাদেশের লোক, তাহলে অবশ্যই আমরা ফেরত নেব। কিন্তু বাংলাদেশের লোক কি না, এটা প্রমাণসাপেক্ষ বিষয়। কেননা ভারতেও কিছু বাংলাভাষী আছে, যারা দেখতে বাংলাদেশিদের মতো।

ভারতে বাংলাদেশের বৈধ ভিসাধারী মানুষজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে—এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমরা পাই, তাহলে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব। এখানে একটা জিনিস বুঝতে হবে, যারা বৈধভাবে ভিসা   নিয়ে যান, তারা ওখানে সফর করেই চলে আসবেন। কিন্তু যারা আইন ভঙ্গ করবেন তাদের জন্য তারা ব্যবস্থা নিতেই পারে। আমরা চাইব, যারা বৈধভাবে ভিসা নিয়ে গেছেন, তারা সফর করেই ফিরে আসবেন। আমরা এখনো কোনো  ট্রাভেল অ্যাডভাইজরি ইস্যু করিনি, তবে এই সময়ে একান্ত প্রয়োজন না হলে ট্রাভেল এভয়েড করাই ভালো।

উল্লেখ্য, শনিবার (২৬ এপ্রিল) গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে ১০২৪ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটকের দাবি করেছে ভারত।