সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে যুবক খুন

সুনামগঞ্জ তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রান্ত তালুকদার (২০) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রান্ত তালুকদার (২০) ওই গ্রামের মৃত সেবক দাসের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যার দিকে একই গ্রামের পাপলু তালুকদারের ছেলে প্লাবন তালুকদার (১৫) ও চান মিয়ার ছেলে শাকিল মিয়া গ্রামের টেলিফোন বাজারে একসাথে ঝালমুড়ি খাচ্ছিলেন। মুড়িতে ঝাল বেশি হওয়ার কারণে বাজার থেকে বাড়িতে এসে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় প্লাবনকে মারতে থাকে শাকিল মিয়া। একপর্যায় প্রান্তের ভাই পলাশ দাস তাদের ধস্তাধস্তি থামানোর চেষ্টা করে। এ সময় পলাশকে হুমকি দিয়ে শাকিল দৌড় দিয়ে বাড়ি থেকে সুলফি (দেশীয় অস্ত্র) এনে পলাশকে সেখানে না পেয়ে তার ছোট ভাই প্রান্তকে সুলফি দিয়ে আঘাত করে। বুকের বামপাশে সুলফি বিদ্ধ হলে প্রান্তের মরণপণ আর্তনাদে লোকজন দৌড়ে আসার আগেই শাকিল পালিয়ে যায়। তাৎক্ষণিক লোকজন প্রান্তকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাতেই দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে প্রান্তের খুনে অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করেছে।
সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চানাচুর খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে প্রান্তকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ছাড়া খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শাকিলকে আটক করা হয়েছে।