রোববার ২৭ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৪ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমির খসরু এপ্রিলের ২৬ দিনে প্রবাসী আয় ২২৭ কোটি ডলার দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর পেছনে দুদক মামলার ‘হয়রানি’: বিএনপিকর্মীদের জন্য ক্ষতিপূরণ চান আমীর খসরু বটগাছ প্রতীক চায় খেলাফত আন্দোলনের জাফর গ্রুপ আইন উপদেষ্টার বাসায় পড়ে থাকা ড্রোনে ধ্বংসাত্মক ডিভাইস পাওয়া যায়নি রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার আগামী নির্বাচনে অনেক সারপ্রাইজ দেখতে পাব: সামান্তা শারমিন কবি দাউদ হায়দারের নির্বাসিত জীবনের চিরমুক্তি পটুয়াখালীতে ধর্ষণের শিকার সেই শহীদকন্যার আত্মহত্যা ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে যুবক খুন দুই পুত্রবধূসহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস প্রতিরক্ষা অভিযানের খবর সরাসরি প্রচারে নিষেধাজ্ঞা ভারতের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

জাতীয়

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে যুবক খুন

 প্রকাশিত: ১০:৪২, ২৭ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে যুবক খুন

সুনামগঞ্জ তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রান্ত তালুকদার (২০) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত তালুকদার (২০) ওই গ্রামের মৃত সেবক দাসের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যার দিকে একই গ্রামের পাপলু তালুকদারের ছেলে প্লাবন তালুকদার (১৫) ও চান মিয়ার ছেলে শাকিল মিয়া গ্রামের টেলিফোন বাজারে একসাথে ঝালমুড়ি খাচ্ছিলেন। মুড়িতে ঝাল বেশি হওয়ার কারণে বাজার থেকে বাড়িতে এসে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় প্লাবনকে মারতে থাকে শাকিল মিয়া। একপর্যায় প্রান্তের ভাই পলাশ দাস তাদের ধস্তাধস্তি থামানোর চেষ্টা করে। এ সময় পলাশকে হুমকি দিয়ে শাকিল দৌড় দিয়ে বাড়ি থেকে সুলফি (দেশীয় অস্ত্র) এনে পলাশকে সেখানে না পেয়ে তার ছোট ভাই প্রান্তকে সুলফি দিয়ে আঘাত করে। বুকের বামপাশে সুলফি বিদ্ধ হলে প্রান্তের মরণপণ আর্তনাদে লোকজন দৌড়ে আসার আগেই শাকিল পালিয়ে যায়। তাৎক্ষণিক লোকজন প্রান্তকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রাতেই দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে প্রান্তের খুনে অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করেছে।  

সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চানাচুর খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে প্রান্তকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ছাড়া খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শাকিলকে আটক করা হয়েছে।