পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসের শাস্তি দাবিতে বাকৃবিতে রেলপথ অবরোধ

পিএসসি সংস্কারের দাবিতে বাকৃবিতে রেলপথ অবরোধ, শিক্ষার্থীদের আট দফা দাবি
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কার এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তারা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৮:৪৫ টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা, যার ফলে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকে যায়।
এর আগে, সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। তারা ৮ দফা দাবি তুলে ধরেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:
১. ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আগে প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। ৪৬তম বিসিএস বাতিলের সম্ভাবনা না থাকায় নিশ্চয়তা দিতে হবে এবং ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে, এরপর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজন করতে হবে।
২. ৪৫তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করতে হবে এবং ৪৫তম বিসিএস লিখিত ফলাফল জুলাইয়ের মধ্যে প্রকাশ করে ২০২৫ সালের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে।
৩. প্রত্যেক বিসিএসের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে, লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করতে হবে।
৪. দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যা ২৫-৩০ জনে উন্নীত করতে হবে।
৫. লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনতে হবে।
৬. ভাইভা পূর্বে ক্যাডার পছন্দক্রমের সুযোগ পুনরায় দিতে হবে।
৭. চূড়ান্ত ফলাফলের আগে প্রাক-যাচাই প্রক্রিয়া বাতিল করতে হবে।
৮. 'নন ক্যাডার বিধি-২০২৩' বাতিল করে বিসিএস ভাইভা উত্তীর্ণ সবার চাকরির ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি না মানা হলে তারা আরও তীব্র আন্দোলন শুরু করবেন।