‘মব সহিংসতা’ এখনো অব্যাহত - গণতান্ত্রিক অধিকার কমিটি

আট মাসের অন্তর্বর্তী সরকার: মব সহিংসতা ও দ্রব্যমূল্যের অস্থিরতা অব্যাহত
অন্তর্বর্তী সরকারের আট মাসের কর্মকাণ্ড মূল্যায়ন করে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, দেশে এখনো বিভিন্ন মাত্রায় মব সহিংসতা চলছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়ন, কৃষক-শ্রমিকের সঙ্গে বৈরী আচরণ এবং আদালতের ওপর অজানা গোষ্ঠীর প্রভাব বিদ্যমান রয়েছে। রমজানে খাদ্যদ্রব্যের দাম কমলেও এখন বাজারে আবার অস্থিরতা দেখা দিয়েছে।
আজ রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত 'অন্তর্বর্তী সরকারের আট মাস: ভূমিকা ও সংস্কার প্রস্তাব' শীর্ষক সভায় এই মূল্যায়ন তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মুহাম্মদ। জননিরাপত্তা, সংবিধান, শিক্ষা, দ্রব্যমূল্য, শ্রমিক ও কৃষকের সংকটসহ ১৩টি বিষয়ে আলোচনা হয়।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কিছু সংস্কার অন্তর্বর্তী সরকারই করতে পারে, কিন্তু তা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে। তিনি বসুন্ধরা গ্রুপের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন। বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও হতাশা প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব এখনো আদালতে স্পষ্ট।
সভায় বক্তারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ অন্তর্ভুক্তির প্রস্তাব এবং সমাজতন্ত্র বাদ দেওয়ার সুপারিশের সমালোচনা করেন। নারী অধিকার, শিক্ষা খাতের দুরবস্থা, কৃষকের সমস্যা, স্বাস্থ্য খাতের দুর্নীতি ও জননিরাপত্তা পরিস্থিতির অবনতির কথাও তুলে ধরা হয়।
গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি, মব সহিংসতা, দ্রব্যমূল্যের অস্থিরতা, বিচার বিভাগের অনিয়ম এবং কৃষক-শ্রমিকের প্রতি বৈরী আচরণ অব্যাহত রয়েছে। সংস্কারের বাস্তব কোনো অগ্রগতি হয়নি বলেও তারা মন্তব্য করেছে।