সোনাগাজীর রক্তাক্ত ভোর: পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মী খুন, চার আসামির জবানবন্দি

ফেনীর সোনাগাজীতে আবুল হাসেম (৫০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পূর্বশত্রুতা এবং প্রতিশোধ হিসেবে উল্লেখ করে তারা ১০ জন মিলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটান বলে আদালতকে জানিয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা মুনা ও অপরাজিতা দাশ তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রধান আসামি আক্তার হোসেন, ১১ নম্বর আসামি রাকিবুল ইসলাম, এবং তদন্তে শনাক্ত আসামি বেলায়েত হোসেন মামুন ও সোলেমান আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন। তারা জানান, গত ২২ এপ্রিল রাত আড়াইটার দিকে বোরকা ও মাস্ক পরে তারা ওলামা বাজার সংলগ্ন সাজেদা ফাউন্ডেশনের পেছনে ওঁত পেতে থাকেন। পরে ভোর ৫টা ৫০ মিনিটে আবুল হাসেম ওই এলাকা অতিক্রম করলে রশি দিয়ে তার পথরোধ করে রড, লাঠি ও ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, বেলাল হত্যা মামলায় হাসেমের সম্পৃক্ততা এবং স্থানীয় জনপ্রতিনিধি সুফিয়ান মেম্বারকে পঙ্গু করার ঘটনার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন বলেন, মামলার এজাহারে নাম উল্লেখসহ ১৮ জনকে আসামি করা হয়। এদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজন এখনো জবানবন্দি দেননি। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল ভোরে সোনাগাজী উপজেলার ওলামা বাজার এলাকায় আবুল হাসেমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার বাবা আব্দুস শুক্কুর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।