পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার – ছবি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এই দুই দিনের সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ইসহাক দার ২৭ ও ২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। তবে দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে সফরের নতুন সময়সূচি শিগগিরই নির্ধারণ করা হবে।
এর আগে, পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফর করেন। তখনই ইসহাক দারের সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল।
এদিকে, ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবারের রক্তক্ষয়ী হামলাকে ২০১৯ সালের পর সবচেয়ে প্রাণঘাতী ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে।