শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, বৈশাখ ১২ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করলো শিক্ষা মন্ত্রণালয় ঐকমত্য কমিশনের অপেক্ষায় নয়, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: সিইসি গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি ‘এতো মানুষ মারা গেল, রানাদের শাস্তি হলো না’ ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ উপায় মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা: প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা রোমে যাবেন ‘ইলেকশন সার্ভিস কমিশন’ গঠনে কাজ শুরু করেছে ইসি কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাতারকে আহ্বান: ড. মুহাম্মদ ইউনূস মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক সার্ক ভিসা স্কিমের অধীনেও ভারতে ভিসা পাবে না পাকিস্তানিরা, একাধিক সিদ্ধান্ত দিল্লির বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প

জাতীয়

মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি

 প্রকাশিত: ১৫:৩১, ২৪ এপ্রিল ২০২৫

মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের মার্চ মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬৪১টি দুর্ঘটনায় ৬৬৪ জন নিহত এবং ১২৫৩ জন আহত হয়েছেন। শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও ১২৪৬ জন আহত হন। রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬ জন আহত হন, আর নৌপথে ৮টি দুর্ঘটনায় প্রাণ হারান ১৮ জন এবং আহত হন ১ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটিয়েছে—মার্চ মাসে ২২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত ও ২০৮ জন আহত হন। এটি মোট দুর্ঘটনার ৩৮.২৭ শতাংশ, মোট নিহতের ৪১.১ শতাংশ এবং মোট আহতের ১৬.৬৯ শতাংশ।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে ঢাকা বিভাগে—১৪৮টি দুর্ঘটনায় ১৫০ জন নিহত ও ৩৬৪ জন আহত হন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে বরিশাল বিভাগে—৩১টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৬ জন আহত হন।

এই তথ্যগুলো দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনার প্রতিবেদন বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে।