পায়রা নদীতে ভাসমান অবস্থায় মিলল নৌকা, নিখোঁজ জেলের খোঁজ মেলেনি দুই দিনেও

নিখোঁজ জেলে হাসনাত—ছবি: সংগৃহীত
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. হাসনাত (৪০) নামের এক জেলে। দুই দিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। তবে গতকাল সোমবার রাত ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে তার মাছ ধরার নৌকা ও মুঠোফোন।
নিখোঁজ হাসনাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সকাল ১০টার দিকে হাসনাত মির্জাগঞ্জ উপজেলার রামপুর এলাকার পায়রা নদীতে মাছ ধরতে যান। দুপুরের দিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে—বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নদী উত্তাল হয়ে ওঠে। এরপর আর বাড়ি ফেরেননি হাসনাত।
সন্ধ্যার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে রামপুর এলাকায় পায়রা নদীতে হাসনাতের নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নৌকায় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিল। তবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ জেলের শ্বশুর মো. জাকির হোসেন বলেন, 'হাসনাত প্রতিদিনই মাছ ধরতে যেত। সোমবার সকালে নৌকা ও জাল নিয়ে নদীতে যায়। দুপুরের পর আবহাওয়া অনেক খারাপ হয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই।'
মির্জাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, 'ঘটনার বিষয়টি আমরা জেনেছি এবং নিখোঁজ জেলের পরিবারের সঙ্গে কথা হয়েছে। খোঁজাখুঁজি চলছে।'
এ বিষয়ে পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, 'নিখোঁজের খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল উদ্ধার অভিযানে নামে। এখনও অভিযান চলছে।'