বুধবার ২৩ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৪৪তম বিসিএসের ২২২ জন পরীক্ষার্থীর ভাইভা স্থগিত সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়েনি: ডিএমপি দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে বিএনপি সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তিন অঞ্চলে ৬০ কি. মি বেগে ঝড় হতে পারে এবারের বর্ষায়ও বন্যার কবলে পড়ার শঙ্কা ফেনীবাসীর ‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা এক মাস না যেতেই ট্রেজারি বিলের সুদহার বাড়ল আর্থনা সম্মেলনে যোগ দিতে দোহায় প্রধান উপদেষ্টা মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে ‘অগ্রাধিকার’ স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ অর্থায়ন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর

জাতীয়

পায়রা নদীতে ভাসমান অবস্থায় মিলল নৌকা, নিখোঁজ জেলের খোঁজ মেলেনি দুই দিনেও

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:১৫, ২২ এপ্রিল ২০২৫

পায়রা নদীতে ভাসমান অবস্থায় মিলল নৌকা, নিখোঁজ জেলের খোঁজ মেলেনি দুই দিনেও

নিখোঁজ জেলে হাসনাত—ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. হাসনাত (৪০) নামের এক জেলে। দুই দিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। তবে গতকাল সোমবার রাত ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে তার মাছ ধরার নৌকা ও মুঠোফোন।

নিখোঁজ হাসনাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সকাল ১০টার দিকে হাসনাত মির্জাগঞ্জ উপজেলার রামপুর এলাকার পায়রা নদীতে মাছ ধরতে যান। দুপুরের দিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে—বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নদী উত্তাল হয়ে ওঠে। এরপর আর বাড়ি ফেরেননি হাসনাত।

সন্ধ্যার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে রামপুর এলাকায় পায়রা নদীতে হাসনাতের নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নৌকায় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিল। তবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ জেলের শ্বশুর মো. জাকির হোসেন বলেন, 'হাসনাত প্রতিদিনই মাছ ধরতে যেত। সোমবার সকালে নৌকা ও জাল নিয়ে নদীতে যায়। দুপুরের পর আবহাওয়া অনেক খারাপ হয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই।'

মির্জাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, 'ঘটনার বিষয়টি আমরা জেনেছি এবং নিখোঁজ জেলের পরিবারের সঙ্গে কথা হয়েছে। খোঁজাখুঁজি চলছে।'

এ বিষয়ে পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, 'নিখোঁজের খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল উদ্ধার অভিযানে নামে। এখনও অভিযান চলছে।'