মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৪৪তম বিসিএসের ২২২ জন পরীক্ষার্থীর ভাইভা স্থগিত সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়েনি: ডিএমপি দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে বিএনপি সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তিন অঞ্চলে ৬০ কি. মি বেগে ঝড় হতে পারে এবারের বর্ষায়ও বন্যার কবলে পড়ার শঙ্কা ফেনীবাসীর ‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা এক মাস না যেতেই ট্রেজারি বিলের সুদহার বাড়ল আর্থনা সম্মেলনে যোগ দিতে দোহায় প্রধান উপদেষ্টা মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে ‘অগ্রাধিকার’ স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ অর্থায়ন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর

জাতীয়

বাঁশখালীতে সংঘর্ষ, যুবকের গুলিবিদ্ধ হওয়ার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

 প্রকাশিত: ১৮:৩৬, ২২ এপ্রিল ২০২৫

বাঁশখালীতে সংঘর্ষ, যুবকের গুলিবিদ্ধ হওয়ার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার দাবিসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ছড়িয়ে পড়া ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মাথায় ক্যাপ পরা এক যুবক ক্ষতবিক্ষত মুখ ও হাত দেখিয়ে চিৎকার করে সাহায্য চাইছেন। তিনি বলছেন, “আপনারা দেখেন, ওরা আমাদের গুলি করতেছে। অনেক মানুষ গুলিবিদ্ধ হইছে। আমি হাতে গুলি খাইছি, পায়েও গুলি খাইছি। আমার আব্বুকেও মেরে হাসপাতালে ভর্তি করানো হইছে।” যুবকটি দাবি করেন, তিনি চা খেতে বাজারে গিয়েছিলেন এবং সেখানেই গুলির শিকার হন।

ভিডিওতে তার কথার মাঝেই গোলাগুলির মতো শব্দ শোনা যায়। দেখা যায়, দোকানপাট বন্ধ, আশপাশে কিছু লোক ঢেউটিনের আড়ালে লুকিয়ে আছে এবং এক ব্যক্তি বন্দুক হাতে দূরে সরে যাচ্ছেন।

তবে পুলিশের পক্ষ থেকে গোলাগুলির ঘটনা অস্বীকার করা হয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা সত্য নয়। ইটপাটকেল ছোড়াছুড়ির সময় কিছু শব্দ হয়েছিল, যা গোলাগুলির মতো মনে হতে পারে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে, সংঘর্ষের সময় স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তার কারণে দোকানপাট বন্ধ করে দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।