সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়েনি: ডিএমপি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্র ডিবির হেফাজতে পুড়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২২ এপ্রিল) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট ডিবি কার্যালয়ে আগুনে বহু নথি পুড়ে যাওয়ার কথা আদালতকে জানিয়েছিল রাষ্ট্রপক্ষ। এতে সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড সংক্রান্ত কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। তবে তদন্তের গোপনীয়তার স্বার্থে তদন্ত অগ্রগতির বিস্তারিত আদালতে উপস্থাপন করা হয়নি। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ মামলাটির তদন্ত শেষ করতে আরও ৯ মাস সময় চান। আদালত তার আবেদনে আংশিক সাড়া দিয়ে ৬ মাস সময় বাড়িয়ে দেন।
রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, ‘মামলাটির তদন্ত বারবার পেছায়। এতে জনমনে খারাপ বার্তা যায়।’
এদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকেও জানানো হয়, ডিবির নথিপত্র পুড়ে যাওয়ার কোনো তথ্য দেওয়া হয়নি। বরং অনেক কর্মকর্তার বদলির কারণে পুরনো নথি খুঁজে পেতে সময় লাগছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় রুনির ভাই মামলা করেন, যা প্রথমে শেরেবাংলা নগর থানা, পরে ডিবি এবং শেষে র্যাবের কাছে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এ পর্যন্ত আটজন গ্রেফতার হয়েছেন, যাদের মধ্যে দুজন জামিনে মুক্ত, বাকিরা কারাগারে রয়েছেন।