বিচারহীনতা ও মানবাধিকার লঙ্ঘন উন্নয়নের পথে বড় বাধা: ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস কাতারের দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা ও বিচারহীনতা যেকোনো উন্নয়নের পথে বড় হুমকি। ফিলিস্তিনে চলমান মানবিক সংকট শুধুমাত্র একটি অঞ্চলের নয়, এটি মানবতার বিষয়। তিনি যুদ্ধ ও সংঘাতকে মানবাধিকার হরণের পাশাপাশি অর্থনৈতিক ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, টেকসই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য।
রোহিঙ্গা সংকটের দিকেও দৃষ্টি আকর্ষণ করে ইউনূস বলেন, বিশ্ব যেন এই ধরনের মানবিক সংকট উপেক্ষা না করে। তিনি নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক প্রবেশাধিকার, টেকসই উন্নয়ন ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলেও তিনি মত দেন।
তিনি আরও বলেন, আর্থনা সম্মেলনের মতো উদ্যোগ উদ্ভাবন, ঐতিহ্য এবং অংশীদারত্বের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য ও কাজের ভবিষ্যতের মতো জটিল সমস্যার সমাধান করতে পারে। তিনি সামাজিক ব্যবসার ভিত্তিতে একটি নতুন জীবনধারা—যেখানে শূন্য বর্জ্য, শূন্য কার্বন ও শূন্য ব্যক্তিগত মুনাফা থাকবে—গড়ে তোলার আহ্বান জানান।