মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৪৪তম বিসিএসের ২২২ জন পরীক্ষার্থীর ভাইভা স্থগিত সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়েনি: ডিএমপি দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে বিএনপি সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তিন অঞ্চলে ৬০ কি. মি বেগে ঝড় হতে পারে এবারের বর্ষায়ও বন্যার কবলে পড়ার শঙ্কা ফেনীবাসীর ‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা এক মাস না যেতেই ট্রেজারি বিলের সুদহার বাড়ল আর্থনা সম্মেলনে যোগ দিতে দোহায় প্রধান উপদেষ্টা মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে ‘অগ্রাধিকার’ স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ অর্থায়ন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর

জাতীয়

‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে

 প্রকাশিত: ১০:৩৯, ২২ এপ্রিল ২০২৫

‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে শখের বসে জাল ফেলে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেছেন এক মুড়ি বিক্রেতা।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দাসকান্দি এলাকার যমুনা নদী থেকে মাছটি ধরা পড়ে।

মঙ্গলবার ভোরে মাছটি আরিচার ঝিলু খানের আড়তে বিক্রি হয় বলে আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া জানান।

মাছ শিকারী মো. ইব্রাহিম মোল্লা শিবালয় উপজেলার দাশকান্দি গ্রামের আজমত মোল্লার ছেলে। তিনি পেশায় মুড়ি বিক্রেতা। শখের বসে জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরেন তিনি।

আড়তদার মামুন মিয়া বলেন, “ইব্রাহিম মোল্লা নামের একজন শখ করে যমুনায় জাল ফেলে ৩০ কেজির বেশি ওজনের বাঘাইড় মাছটি ধরে। পরে বাজারের ঝিলুর আড়তে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মাছটি ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।”

ইব্রাহিম মোল্লা বলেন, “আমি আরিচা ঘাট এলাকায় মুড়ি বিক্রি করি। মাঝে মধ্যে শখ করে মাছ ধরি। সোমবার বিকালে দাসকান্দি প্রাইমারি স্কুলের সামনে যমুনা নদীতে খেয়া জাল ফেলি।

“কিছুক্ষণ পরেই জালে বাঘাইড়টি ধরা পরে। পরে দুইজন মিলে মাছটি ওঠাই। পরে মেপে দেখা যায়, মাছটির ওজন ৩০ কেজির একটু বেশি।”

তিনি বলেন, “এলাকায় মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে অনেক মানুষ মাছ দেখতে ভিড় করে। পরে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মাছটা বিক্রি করি।”

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বিভিন্ন কারণে পদ্মা-যমুনা নদীতে আগের মতো মাছ নেই। তারপরও মাঝে মাঝে বড় বড় আইড়, পাঙাশ ও বাঘাইড় ধরা পড়ে। মঙ্গলবার ভোরেও আরিচা আড়তে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা বড় বাঘাইড় মাছ বিক্রি হয়েছে। যদিও এ মাছ ধরা নিষিদ্ধ।