অবৈধভাবে অর্ধশত কোটি টাকার গ্যাস আমদানি

রিফ্রিজারেন্ট গ্যাস আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে কাস্টমসের মাধ্যমে পণ্য খালাস এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া আমদানি কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে কয়েকটি আমদানিকারক ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এ বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থার আহ্বান জানিয়ে ২০ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও ব্রামার প্রশাসক তরফদার সোহেল রহমান।
অভিযোগে বলা হয়, পরিবেশ অধিদপ্তর ২০২৫ সালের এইচএফসি কোটার আওতায় ১২ এপ্রিল ৩০৮টি প্রতিষ্ঠানকে রিফ্রিজারেন্ট গ্যাস আমদানির অনুমোদন দেয়। অথচ এর আগেই কয়েকটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই রিফ্রিজারেন্ট আমদানি করে এবং কিছু কন্টেইনার এখনো চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায়।
সিঅ্যান্ডএফ এজেন্টদের বাধ্যতামূলকভাবে প্রতিটি চালানের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স জমা দেওয়ার নিয়ম থাকলেও তা উপেক্ষা করে পণ্য ছাড় করা হয়েছে।
অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়, রাফি এন্টারপ্রাইজ কাস্টমস ইনভয়েস নম্বর SW623250145–এর মাধ্যমে অনুমোদন ছাড়াই গ্যাস আমদানি করেছে। এই চালান ‘শতভাগ পরীক্ষণ’ শেষে ছাড় করে দিয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল করিম, অথচ এতে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না।
এই ধরনের কর্মকাণ্ড শুধু আইনবিরোধীই নয়, বরং পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।