মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৮ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় আসছে ‘হটলাইন’ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের মানবিক পরিবেশে গড়ে তুললে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে: প্রধান উপদেষ্টা কাতারের পথে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে: প্রেস সচিব দেশে ৩ স্তরে কমছে ইন্টারনেটের দাম প্রধান উপদেষ্টার কাতার সফরে যেসব বিষয় প্রাধান্য পাচ্ছে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় কাতার যাচ্ছেন আল্লামা ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী: ঢাবিতে সেমিনার সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ চব্বিশের গণঅভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন যুক্তরাষ্ট্রকে খুশি করতে চীনের স্বার্থবিরোধী চুক্তি করলে পাল্টা ব্যবস্থা: চীন ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২

জাতীয়

অবৈধভাবে অর্ধশত কোটি টাকার গ্যাস আমদানি

 প্রকাশিত: ০০:২২, ২২ এপ্রিল ২০২৫

অবৈধভাবে অর্ধশত কোটি টাকার গ্যাস আমদানি

রিফ্রিজারেন্ট গ্যাস আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে কাস্টমসের মাধ্যমে পণ্য খালাস এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া আমদানি কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে কয়েকটি আমদানিকারক ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এ বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থার আহ্বান জানিয়ে ২০ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও ব্রামার প্রশাসক তরফদার সোহেল রহমান।

অভিযোগে বলা হয়, পরিবেশ অধিদপ্তর ২০২৫ সালের এইচএফসি কোটার আওতায় ১২ এপ্রিল ৩০৮টি প্রতিষ্ঠানকে রিফ্রিজারেন্ট গ্যাস আমদানির অনুমোদন দেয়। অথচ এর আগেই কয়েকটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই রিফ্রিজারেন্ট আমদানি করে এবং কিছু কন্টেইনার এখনো চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায়।

সিঅ্যান্ডএফ এজেন্টদের বাধ্যতামূলকভাবে প্রতিটি চালানের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স জমা দেওয়ার নিয়ম থাকলেও তা উপেক্ষা করে পণ্য ছাড় করা হয়েছে।

অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়, রাফি এন্টারপ্রাইজ কাস্টমস ইনভয়েস নম্বর SW623250145এর মাধ্যমে অনুমোদন ছাড়াই গ্যাস আমদানি করেছে। এই চালান ‘শতভাগ পরীক্ষণ’ শেষে ছাড় করে দিয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল করিম, অথচ এতে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না।

এই ধরনের কর্মকাণ্ড শুধু আইনবিরোধীই নয়, বরং পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।