টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে অপহরণকারী গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনায় মোহাম্মদ রফিক (২৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গুলিবিদ্ধ রফিক হোয়াইক্যং ইউনিয়নের হারাংখালী গ্রামের আবদু সালামের ছেলে এবং একটি অপহরণকারী দলের সক্রিয় সদস্য।
ওসি আরও বলেন, “অপহরণকারীদের অবস্থানের খবর পেয়ে যৌথবাহিনী অভিযানে গেলে তারা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় যৌথবাহিনী পাল্টা গুলি চালায়। এতে রফিকের ডান হাতে গুলি লাগে।”
আহত রফিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপহরণ মামলা রয়েছে বলেও জানান ওসি।