মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৮ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় আসছে ‘হটলাইন’ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের মানবিক পরিবেশে গড়ে তুললে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে: প্রধান উপদেষ্টা কাতারের পথে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে: প্রেস সচিব দেশে ৩ স্তরে কমছে ইন্টারনেটের দাম প্রধান উপদেষ্টার কাতার সফরে যেসব বিষয় প্রাধান্য পাচ্ছে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় কাতার যাচ্ছেন আল্লামা ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী: ঢাবিতে সেমিনার সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ চব্বিশের গণঅভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন যুক্তরাষ্ট্রকে খুশি করতে চীনের স্বার্থবিরোধী চুক্তি করলে পাল্টা ব্যবস্থা: চীন ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২

জাতীয়

সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু বুধবার

 প্রকাশিত: ২৩:৫২, ২১ এপ্রিল ২০২৫

সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু বুধবার

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হচ্ছে আগামী বুধবার (২৩ এপ্রিল)। মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

ডেথ রেফারেন্স ও আপিলের নথি ইতোমধ্যে হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত বেঞ্চে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু জানিয়েছেন, বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুনানি শুরু হবে এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা চলবে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে। তিনি তথ্যচিত্র নির্মাণের কাজে কক্সবাজারে গিয়েছিলেন। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তিনি কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণনির্ভর প্রামাণ্যচিত্র বানাচ্ছিলেন।

এ ঘটনায় সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে র‌্যাব ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়, যার মধ্যে ১২ জন পুলিশ সদস্য এবং ৩ জন পুলিশের সোর্স ছিলেন।

২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সিনহা হত্যায় সহায়তা ও ঘটনা ধামাচাপার অভিযোগে আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করেন। এসব শুনানির প্রস্তুতি শেষে প্রধান বিচারপতির নির্দেশে এখন শুনানি শুরু হচ্ছে।

এ মামলার বিচারিক প্রক্রিয়ায় ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং তদন্তে উঠে আসে, তথ্যচিত্র নির্মাণে কক্সবাজারে গিয়ে সিনহা ও তার সঙ্গীরা টেকনাফের নিরীহ মানুষের উপর ওসি প্রদীপের ‘অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নের কাহিনী’ জেনে গিয়েছিলেন। এরপর বিপদ আঁচ করতে পেরে প্রদীপের পরিকল্পনায় সিনহাকে হত্যা করা হয়। প্রদীপের নির্দেশে সিনহাকে গুলি করেন লিয়াকত। বাকিরা তাদের সহযোগিতা করেন।