মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৮ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় আসছে ‘হটলাইন’ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের মানবিক পরিবেশে গড়ে তুললে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে: প্রধান উপদেষ্টা কাতারের পথে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে: প্রেস সচিব দেশে ৩ স্তরে কমছে ইন্টারনেটের দাম প্রধান উপদেষ্টার কাতার সফরে যেসব বিষয় প্রাধান্য পাচ্ছে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় কাতার যাচ্ছেন আল্লামা ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী: ঢাবিতে সেমিনার সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ চব্বিশের গণঅভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন যুক্তরাষ্ট্রকে খুশি করতে চীনের স্বার্থবিরোধী চুক্তি করলে পাল্টা ব্যবস্থা: চীন ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২

জাতীয়

বরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে যুবক নিহত

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:৪৫, ২১ এপ্রিল ২০২৫

বরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে যুবক নিহত

আগৈলঝাড়ায় র‌্র অভিযানে গুলিবিদ্ধ রাকিব মোল্লাকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, ২১ এপ্রিল।

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে র‌্যাবের গুলিতে সিয়াম মোল্লা (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ফুফাতো ভাই রাকিব মোল্লা (২৭)।
ঘটনাটি সোমবার বিকেলে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় ঘটে।

নিহত সিয়াম মোল্লা বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা মো. রিপন মোল্লার ছেলে। আহত রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে। তাকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম প্রথম আলোকে বলেন, র‌্যাবের একটি দল মাদকবিরোধী অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাব গুলি চালালে একজন নিহত হন। সিয়ামকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. মাহমুদুল আহসানের সঙ্গে রাত পর্যন্ত যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার বিকেলে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানের সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। তখন বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে।

নিহতের ফুফাতো বোন নাসরিন আক্তার বলেন, "খবর পেয়ে ছুটে এসে দেখি সিয়ামের লাশ পড়ে আছে, আর আমার ভাই রাকিব গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। কীভাবে ঘটনা ঘটেছে, কিছুই বুঝতে পারছি না।"

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকিয়া রহমান মৌরী বলেন, "সিয়ামের বুকে গুলির চিহ্ন ছিল। রাকিবকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"